For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) হ্যামিল্টনে গদিচ্যূতি, ওয়ান ডে-র বিশ্ব ক্রমপর্যায়ে দুয়ে নেমে এল ভারত

Google Oneindia Bengali News

হ্যামিলটন, জানুয়ারি ২৩ : একবছরের পর অবশেষে গদিচ্যূতি। ওয়ান ডে-র বিশ্ব ক্রমপর্যায়ে এক নম্বর থেকে দুয়ে নেমে এল ভারত। গদি দখল করল অস্ট্রেলিয়া।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের টার্গেট দাঁড়ায় ৪২ ওভারে ২৯৭। ভারত ব্যাট করার সময় আবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ভারতের স্কোর দাঁড়ায় ২৭৭-৯। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে করতে হতো ২৯৩।

ভারতের ব্যাটিংয়ে বিরাট-ধোনি নির্ভরতা প্রকট

পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয় ওয়ান ডে-র পর ২-০-তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচ শনিবার অকল্যান্ডে। সিরিজ জিততে গেলে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে ধোনিবাহিনীকে। সেক্ষেত্রে ধোনি বা বিরাট কারও একজনকে ম্যাচরক্ষাকর্তার ভূমিকা নিতে হবে। নয়তো এই টিমের পক্ষে ম্যাচ বের করে আনা মুশকিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

টস জিতে এদিন নিউজিল্যান্ডকেই আগে ব্যাট করতে পাঠান ধোনি। ব্যাট হাতে ছক্কা-চৌকার বন্যা বইয়ে দেন কোরি অ্যান্ডারসনরা। ইশান্ত ও অশ্বিন এদিনও তাদের বোলিংকে কাজে লাগাতে পারেননি। তবে এদিনও সফল মহম্মদ সামি।

ব্যাটিং লাইনআপেও সেই বিরাট-ধোনি নির্ভরতাই প্রকট। এদিন কোহলি করেছেন ৭৮। এর পরে ব্যাট করতে নেমে ৫৬ রানে আউট হয়ে যান মাহি। সেখান থেকে আর জয় ছিনিয়ে আনতে পারেননি ভারতীয় টেলএন্ডার ব্যাটসম্যানরা।

 হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

হুক শট নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার পিটিআই-এর তোলা ছবি।

 হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বলের ভেল্কি দেখাতে পারেননি ইশান্ত শর্মা। বুধবার পিটিআই-এর তোলা ছবি।

হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

এদিন ৭৮ রানে আউট হয়ে যান বিরাট কোহলি।

হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ-এ নিজের বলে মার্টিন গুপটিলের মারা বল ধরার জন্য ডান দিকে ঝাঁপালেন ভুবনেশ্বর কুমার।

হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

রস টেলরকে স্ট্যাম্প আউট করার আবেদন জানাচ্ছেন রবীন্দ্র জাদেজা।

হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। নেতৃত্বে ব্র্যান্ডম ম্যাককুলাম।

হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের দুর্ধর্ষ শট। দর্শক উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি।

হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

বৃষ্টিতে থমকে গেল ম্যাচ।

হ্যামিল্টনে গদিচ্যূতি

হ্যামিল্টনে গদিচ্যূতি

কোরি অ্যান্ডারসনের দুরন্ত ক্যাচ হাতে জমিয়ে নিলেন শিখর ধাওয়ান।

English summary
India losing No1 ranking after second ODI loss to New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X