For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরুষদের ট্রিপল জাম্পে দেশকে সোনা এনে দিলেন অরপিন্দর

পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন অরপিন্দর সিং।

  • |
Google Oneindia Bengali News

পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন অরপিন্দর সিং। ১৬.৭৭ মিটার জাম্প করে প্রথম স্থান পেয়েছেন তিনি। যার ফলে দিনের প্রথম সোনা ঘরে তুলল ভারত। যার ফলে এশিয়ান গেমসে সবমিলিয়ে ভারতের ১০টি সোনা হয়ে গেল। পদকের সংখ্যা পৌঁছল ৫৩টিতে।

পুরুষদের ট্রিপল জাম্পে দেশকে সোনা এনে দিলেন অরপিন্দর

ভারতের হয়ে রাকেশ বাবু এদিন ১৬.৩৮ মিটার জাম্প করেছিলেন। তবে তা পদক আনতে পারেনি। অরপিন্দর পঞ্চমবার ফাউল করলেও আগে করা জাম্পকে কেউ টপকাতে পারেননি।

পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা অমরিন্দরের বয়স ২৫ বছর। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসেও তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সেবছর ১৭.১৭ মিটার জাম্প করে নিজের পুরনো রেকর্ড ভাঙেন। পরে ২০১৬ সালে অরপিন্দরের রেকর্ড ভাঙেন রেঞ্জিত মাহেশ্বরী।

ভারত এদিন আর একটি সোনা জিততে পারলেই পদক তালিকায় উজবেকিস্তানরে সরিয়ে ৮ নম্বরে উঠে আসবে। আপাতত ৫৩টি পদকের মধ্যে ১০টি সোনা, ২০ টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ জিতেছে ভারত।

English summary
India's Arpinder Singh wins gold medal in Men's Triple Jump with a jump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X