For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোপিং-র অভিযোগে ৪ বছরের জন্য নিষিদ্ধ কমনওয়েলথে সোনাজয়ী ভারতীয় ভারোত্তোলক

ডোপিং-র অভিযোগে ৪ বছরের জন্য নিষিদ্ধ কমনওয়েলথে সোনাজয়ী ভারতীয় ভারোত্তোলক

  • |
Google Oneindia Bengali News

অলিম্পিকের আগে বড় ধাক্কা ভারতের। ২০১০ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় ভারোত্তলোক রবি কুমার কাটুলুকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। একই অভিযোগে ২০১৬ জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনাজয়ী মহিলা ভারোত্তোলক পুর্নিমা পাণ্ডে, ফেডারেশ কাপ জয়ী ডিসকাস থ্রোয়ার ধরম রাজ যাদব, স্প্রিন্টার সঞ্জিত ও ভারোত্তোলক গুরমেইল সিংকেও চার বছরের জন্য সাসপেন্ড করেছে নাডা।

ডোপিং-র অভিযোগে ৪ বছরের জন্য নিষিদ্ধ কমনওয়েলথে সোনাজয়ী ভারতীয় ভারোত্তোলক

২০২০ টোকিও অলিম্পিকের বাকি আর মেরেকেটে নয় থেকে দশ মাস। সেই ইভেন্টে ভারতের পদক জয়ের অন্যতম আশা ভারোত্তোলক রবি কুমার কাটুলুকে পাওয়া যাবে না। তাঁর প্রস্রাবে অস্ট্রেইন (সিলেকটিভ অ্যান্ড্রোজেন রিসেপটর মডিউলার) মিলিছে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। বক্তব্য, রবি কুমারের রক্তে মেলা ওই ড্রাগ, শরীরে পেশীর বৃদ্ধি ঘটায়। ২০১০ ও ২০১৪-র কমনওয়েলথ গেমসের যথাক্রমে ৬৯ ও ৭৭ কেজি বিভাগে সোনা ও রূপো জয়ী ভারোত্তোলকের অনুপস্থিতি অলিম্পিকে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করেন দেশের ক্রীড়া প্রেমীরা।

১০০ ও ২০০ মিটারের ভারতীয় স্প্রিন্টার সঞ্জিতের প্রস্রাবেও নিষিদ্ধ অস্ট্রেইনের নমুনা মিলেছে বলে জানিয়েছে নাডা। অন্যদিকে ফেডারেশন কাপ জয়ী ডিসকাস থ্রোয়ার ধরম রাজ যাদবের প্রস্রাবে নিষিদ্ধ টেস্টোস্টেরন মিলেছে বলে জানানো হয়েছে। ২০১৬ জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনাজয়ী মহিলা ভারোত্তোলক পুর্নিমা পাণ্ডের শরীরে প্রচুর পরিমাণ স্টেরয়েড মিলেছে বলে নাডার তরফে জানানো হয়েছে।

English summary
India's Commonwealth champion weightlifter and four others facing dope ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X