For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান গেমসে ভারতের আরও এক পদক, ৬৮ কিলো কুস্তিতে ব্রোঞ্জ দিব্যা কাকরণের

আবার কুস্তিতে পদক। এবার এই পদক আনলেন দিব্যা কাকরণ। ৬৮ কিলো ফ্রি-স্টাইল কুস্তিতে মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন তিনি।

Google Oneindia Bengali News

আবার কুস্তিতে পদক। এবার এই পদক আনলেন দিব্যা কাকরণ। ৬৮ কিলো ফ্রি-স্টাইল কুস্তিতে মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। এই পদক জয়ে ভারতের মোট পদক সংখ্যা এখন ১০। তিনি চিন তাইপে-র প্রতিযোগী চেন ওয়েলিনকে- ১০-০ ফলে হারিয়েছেন। এদিন সকাল থেকে ভারত মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত ভারতের ঝুলিতে ৪টি পদক এসেছে। এর মধ্যে ২টি ব্রোঞ্জ, একটি রুপো এবং অপরটি সোনা।

এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে দশম পদক

সোমবার প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিতে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন ভিনেশ ফোগট। আর মঙ্গলবার আরও এক ইতিহাস গড়ে ভারতীয় সেপাকট্যাকরো পুরুষ দল। পুরুষদের টিম রেগু-র এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে নেয় তারা। এছাড়া সৌরভ চৌধুরী মাত্র ১৬ বছর বয়সে রেকর্ড পয়েন্টে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। একই বিভাগে ব্রোঞ্জ পান অভিষেক বার্মা। সঞ্জীব রাজপুতও ৫০ মিটার এয়ার রাইফেলে ৩ পজিশনে রুপো জেতেন। বলতে গেলে এশিয়ান গেমসের তৃতীয় দিনে পদক জয়ের দৌড়ে ভারতের সাফল্য খারাপ কিছু নয়। তবে, শ্যুটিং-এ আরও কয়েকটি পদকের আশা ছিল ভারতের। এই পদকগুলি এলে পদক তালিকায় ভারত আরও উপরের দিকেই থাকত।

English summary
Another medal for India. This time this medal has come in 68 kl. free-style wrestling. Divya Kakran has won this medal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X