For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করা কে এই সাক্ষী মালিক?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রিও দে জেনেইরো, ১৮ আগস্ট : সকাল থেকেই একটা খবর চারিদিকে। সাক্ষী মালিকের হাত ধরে রিও অলিম্পিকে প্রথম পদক পেল ভারত। বুধবার কুস্তির মঞ্চে ইতিহাস তৈরি করেছেন ২৩ বছরের এক মেয়ে। কিন্তু কে এই সাক্ষী মালিক।[অলিম্পিক ২০১৬ : সাক্ষী মালিকের কুস্তিতেই কিস্তিমাৎ, ভারতের পদক-খরা কাটল ব্রোঞ্জেই]

হরিয়ানার মহিলা কুস্তিগীর সাক্ষী। ১২ বছর অপেক্ষার পর রিও অলিম্পিকে এসে তাঁর ভারতের জন্য পদক জয়ের স্বপ্ন সফল হয়েছে। রিও অলিম্পিকে মেয়েদের ৫৮ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জের পদক জিতেছেন সাক্ষী। ৮-৫ পয়েন্টে সাক্ষী জিতেছেন ম্যাচ।

রিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করলেন তিনি, কে এই সাক্ষী মালিক?

ভারতীয় সময় ঠিক রাত ২ টো ৫১ মিনিটে তাঁর ফাইনাল বাউটের পর নয়া ইতিহাস সৃষ্টি করেন সাক্ষী।

সাক্ষী হলেন চতুর্থ ভারতীয় মহিলা অ্যাথলেট যিনি অলিম্পিকে পদক জিতেছেন। কারনাম মালেশ্বরী (ভারোত্তলনে ব্রোঞ্জ পদক, সিডনি ২০০০), মেরি কম (বক্সিংয়ে ব্রোঞ্জ, লন্ডন ২০১২) এবং সাইনা নেহওয়ালের (ব্যাডমিন্টনে ব্রোঞ্জ, লন্ডন ২০১২) পর এবার এই তালিকায় নাম যোগ হল সাক্ষীর।

অন্যদিকে অলিম্পিকে কুস্তি প্রতিযোগিতায় পদক আনার ক্ষেত্রে সাক্ষী চতুর্থ ভারতীয় কুস্তিগীর যিনি দেশকে পঞ্চম পদক এনে দিয়েছেন। সাক্ষীর আগে কেডি যাদব (১৯৫২ সালে বোঞ্জ), সুশীল কুমার (২০০৮ সালে ব্রোঞ্জ, ২০১২ সালে রূপো) এবং যোগেশ্বর দত্ত (২০১২ সালে ব্রোঞ্জ) কুস্তিতে পদক জিতেছিলেন।


ব্রোঞ্জ পদক জেতার পর কি বললেন সাক্ষী?
"আমার ১২ বছরের তপস্যা কাজে এসেছে। আমি কখনও ভাবতেই পারিনি আমি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হব যে অলিম্পিকে পদক জিতবে। আমি আশা করি আমাদের অন্যান্য কুস্তিগীররাও ভাল ফল করবে।"

একঝলকে সাক্ষীর সফর

  • জন্ম- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর হরিয়ানার রোহতকে জন্মগ্রহণ করেন সাক্ষী
  • উচ্চতা - ৫ ফুট ৩ ইঞ্চি
  • খেলা - ফ্রিস্টাইল কুস্তি
  • কেরিয়ারের শুরু ২০০২ সাল থেকে
  • কোচ - ঈশ্বর দাহিয়া
  • ২০০২ সালে ব্রাজিলে অলিম্পিকে অভিষেক হয় তাঁর
  • মে মাসে ইস্তানবুল এবং তুরস্ক-য় কোয়ালিফাই ম্যাচ জিতে রিও অলিম্পিক ২০১৬-য় তিনি সুযোগ পান। রিওতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিনেশ ফোগটের পরে সাক্ষীই দ্বিতীয় মহিলা কুস্তিগীর ছিলেন।

গুরুত্বপূর্ণ কৃতিত্ব

# রিও অলিম্পিক ২০১৬ - ব্রোঞ্জ পদক
# গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০১৪ - রূপো পদক
# ইনসিয়ন এশিয়ান গেমস ২০১৪ - ব্রোঞ্জ পদক
# এশিয়ান চ্যাম্পিয়ানশিপ ২০১৫ , দোহা, কাতার - ব্রোঞ্জ পদক
# তাসকেন্টে রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব

English summary
India's history-maker at Rio Olympics 2016: Who is Sakshi Malik?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X