For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান গেমসে ভারতের ১৩ তম স্বর্ণপদক জয়, এবার মহিলাদের ৪০০ মিটার রিলেতে সোনা

বৃহস্পতিবার পুরুষদের ১৫০০মিটারে সোনা জয়ের মাত্র আধ ঘণ্টার মধ্য়েই ভারতের ঝুলিতে এল আরও এক সোনা। এবার মহিলাদের ৪০০মিটার রিলেতে এই পদক এল।

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার পুরুষদের ১৫০০মিটারে সোনা জয়ের মাত্র আধ ঘণ্টার মধ্য়েই ভারতের ঝুলিতে এল আরও এক সোনা। এবার মহিলাদের ৪০০মিটার রিলেতে এই পদক এল। হিমা দাস, এমআর পুভাম্মা, সরিতাবেন গায়কোয়াড়, বিসমায়া কোরোথ-দের নিয়ে গড়া এই মহিলা রিলে দেশকে আরও একবার গর্বিত করলেন।

আরও এক স্বর্ণ পদক ভারতের ঝুলিতে

এই ইভেন্ট শুরুর কিছু আগেই ভারত এদিন ১টি সোনা ও ৩টি ব্রোঞ্জ পদক ঝুলিতে পুরেছিল। মহিলাদের ১৫০০ মিটার দৌঁড়ে ব্রোঞ্জ পদক আনেন পিইউ চিত্রা। ১৫০০ মিটার দৌঁড় শেষ করতে চিত্রা সময় নেন ৪মিনিট ১২.৫৬ সেকেন্ড। সীমা পূর্ণিয়া ডিসকাস থ্রো-এ ব্রোঞ্জ পদক আনেন। এছাড়া পুরুষদের হকিতে ভারত ব্রোঞ্জ পদক পায়। পুরুষদের ১৫০০মিটার দৌড়ে সোনা জেতেন জিনসন জনসন। বুধবার ভারতের ক্রীড়া ইতিহাসে ছিল ঐতিহাসিক দিন। ওই দিন স্বপ্না বর্মণ হেপ্টাথেলনে সোনা জেতেন। এই বিভাগে এর আগে কোনও ভারতীয় মহিলা ক্রীড়াবিদ সোনা জেতেননি। স্বাভাবিকভাবেই স্বপ্নার এই ঐতিহাসিক সোনা জয়ের পর বাংলা জুড়ে হইচই পড়ে গিয়েছে। জলপাইগুড়ি যেখানে স্বপ্নার বাড়ি সেখানেও এখন উৎসবের আবহ। একই দিনে পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জেতেন অরপিন্দর সিং। অমৃতসরে অরপিন্দরের বাড়িতে শুরু হয়ে যায় উৎসব। এর আগে ২৮ তারিখে পুরুষদের ৮০০ মিটার দৌঁড়ে ভারতকে সোনা এনে দিয়েছিলেন মনজিত সিং। হরিয়ানায় মনজিতের বাড়িতেও শুরু হয়ে গিয়েছিল লাড্ডু বিতরণ। সবমিলিয়ে এবারের এশিয়ান গেমসে ভারতের পারফরম্যান্স যথেষ্টই আশাপ্রদ।

English summary
India has bagged another gold in Asian Games.In 400 meter relay women team wins this medal for the country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X