For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৩ সালে বিশ্বকাপের আয়োজক ভারত, আগামী চার বছরে ৬০০ কোটি খরচে সাজানো হবে রাউরকেল্লা শহর

টানা দ্বিতীয় বারের বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।২০১৮ সালে ভারতের মাটিতে সফলভাবে বিশ্বকাপ আয়োজন হওয়ার পর এবার ২০২৩ সালে ভারতে ফের বসবে ছেলেদের হকি বিশ্বকাপের আসর।

  • |
Google Oneindia Bengali News

টানা দ্বিতীয় বার বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।২০১৮ সালে ভারতের মাটিতে সফলভাবে বিশ্বকাপ আয়োজন হওয়ার পর এবার ২০২৩ সালে ভারতে ফের বসবে ছেলেদের হকি বিশ্বকাপের আসর।

গত মাসে আন্তর্জাতিক হকি ফেডারেশনের পক্ষ থেকে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতের নাম জানানো হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক হকি ফেডারেশনের পক্ষ থেকে ভুবনেশ্বর ও রাউরকেল্লাকে আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এবার সেকারণে ওড়িশা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় স্টেডিয়াম থেকে বিমানবন্দরের উন্নতিতে ৬০০ কোটি টাকা পেতে চলেছে রাউরকেল্লা।

২০২৩ সালে বিশ্বকাপের আয়োজক ভারত, আগামী চার বছরে ৬০০ কোটি খরচে সাজানো হবে রাউরকেল্লা শহর

উল্লেখ্যে এর আগে ২০১৮ বিশ্বকাপকে মাথায় রেখে ভুবনেশ্বরকে সাজিয়ে তুলতে ২০০ কোটি টাকা খরচ করা হয়েছিল। ভুবনেশ্বরের পাশিপাশি এবার রাউরকেল্লাতেও ম্যাচ হবে। বিশ্বকাপের জন্য নতুন এই ভেন্যুকে সাজিয়ে তুলতে এবার ৬০০ কোটি টাকা খরচ করা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্বকাপকে মাথায় রেখে পরের চার বছরের সময়সীমার মধ্যে রাউরকেল্লার এয়ারপোর্ট, বাস টার্মিনাল, মিউজিয়াম, পার্ক থেকে শুরু করে হকি স্টেডিয়ামের উন্নতিতে জোর দেওয়া হবে।

রাউরকেল্লা স্মার্ট সিটি প্রোজেক্টে কত খাতে কত খরচ

প্রথম ধাপে আম্বেদকর চৌক থেকে উদিত নগরের রাস্তার নির্মাণের জন্য খরচ ২২.৬২ কোটি

দ্বিতীয় ধাপে উদিত নগর থেকে বিড়শা চক তৈরিতে ১২৫ কোটি খরচের পরিকল্পনা

বিরশা মুন্ডা মাল্টি পারপাসের জন্য খরচ করা হবে প্রায় ১৩০ কোটি

বাস স্টপের জন্য খরচ করা হবে প্রায় ২.৫ কোটি

কম্যান্ড কন্ট্রোল, কনফারেন্স হল , অডিটোরিয়াম ও ট্রাইবাল মিউজিয়ামের জন্য প্রায় ১০৫ কোটি টাকা খরচ করা হবে।

মার্কেট কমপ্লেক্সের জন্য খরচ হবে ৪১.৮ কোটি

এছাড়াও রাউরকেল্লা শহরকে অত্যাধুনিক করে তুলতে একাধিক খাতে খরচ করা হবে।

English summary
India to host 2023 Hockey World Cup, Rourkela to get Rs 600 crore before HWC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X