For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ জিতল ভারত, অথচ খবরই পেল না দেশবাসী,কিন্তু কেন এমন হল

সাম্প্রতিক সময়ে কবাডির বিশ্বকাপ হয়ে গেল, সেখবর রেখেছেন! ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শেষেই ঢাকে কাঠি পড়েছিল কবাডি বিশ্বকাপে(২০-২৮ জুলাই)।

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রতিক সময়ে কবাডির বিশ্বকাপ হয়ে গেল, সেখবর রেখেছেন!

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শেষেই ঢাকে কাঠি পড়েছিল কবাডি বিশ্বকাপে(২০-২৮ জুলাই)। শুধু তাই নয়,গত সপ্তাহে মালয়েশিয়ার মাটিতে ইরাককে হারিয়ে (৫৭-২৭) কবাডি বিশ্বকাপ জিতেছে ভারতীয় পুরুষ কবাডি দল।

বিশ্বকাপ জিতল ভারত, অথচ খবরই পেল না দেশবাসী,কিন্তু কেন এমন হল

একটা নয়, মালয়েশিয়া থেকে জোড়া বিশ্বকাপ জিতে ফিরেছে ভারত। মেয়েদের বিভাগে তাইওয়ানকে হারিয়ে(৪৭-২৯) বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা কবাডি দল। প্রচারের অন্তরালেই রয়ে গিয়েছে ভারতের এই দুই বিশ্বকাপ জয়। কারণ একটাই ,মালেকা কবাডি বিশ্বকাপের কোনও ম্যাচই ভারতে সম্প্রচার করা হয়নি। সেকারণে এত বড় মঞ্চে দু'দুটি বিশ্বকাপ জেতার খবর ভারতীয় ফ্যানেরা জানতেই পারলেন না।

প্রসঙ্গত টুর্নামেন্টটি সম্প্রচারের জন্য সত্ত্ব নিয়েছিল সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া(এসপিএন)। ভারত, পাকিস্তান, বাংলাদেশ,শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপ, ভূটান, আফগানিস্তান-এই আট দেশে কবাডি বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব কিনেছিল সোনি পিকচার্স নেটওয়ার্ক। যদিও সম্প্রচারকারী সংস্থা তা সঠিক দিনে প্রচার করতে পারেনি।

সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'টুর্নামেন্টটি সম্প্রচার করার জন্য তারা প্রস্তুত থাকলেও মালেকাতে টুর্নামেন্টের আয়োজক সংস্থা সম্প্রচার উপযোগী ব্যবস্থা করে দিতে পারেনি। সেকারণেই ভারতীয় দর্শকদের কাছে এই টুর্নামেন্টটি সম্প্রচার করা সম্ভব হয়নি।'

এই সম্প্রচার ব্যর্থ হওয়ার কারণ হিসেবে অবশ্য অনেকেই কবাডি ফেডারেশনের অন্তবর্তী রাজনীতিকে দায়ী করছেন। মালয়েশিয়া কবাডি ফেডারেশন কেন সম্প্রচারের জন্য সেভাবে সাহায্য করল না সেই নিয়েও প্রশ্ন উঠছে।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মালয়েশিয়া কবাডি ফেডারেশনের পক্ষ থেকে আবার লেখা হয়েছে, 'প্রতিকূলতার মাঝেও যারা এই টুর্নামেন্ট সম্প্রচার করতে সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ।'

এখানেই প্রশ্ন টুর্নামেন্ট সম্প্রচারে কী ধরনের প্রতিকূলতা তৈরি হয়েছিল, তা নিয়ে অবশ্য পরিষ্কার কোনও উল্লেখ করা হয়নি। পুরো বিষয়টি নিয়েই যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। মাঝখান থেকে কবাডি বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হল ভারতীয় ফ্যানেরা।

English summary
India win world cup kabaddi 2019, here is the reason why sony can't telecast in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X