For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহীর স্বর্ণপদকের দিনে উষুতে এল একসঙ্গে চারটি ব্রোঞ্জ, এশিয়াডে সপ্তম স্থানে ভারত

এশিয়ান গেমসে চারটি ব্রোঞ্জ এল ভারতের ঘরে। উষুতে ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল চারটি পৃথক বিভাগে। সেই সম্ভাবনার জলাঞ্জলি হলেও চার-চারটি ব্রোঞ্জ পেল ভারত।

  • |
Google Oneindia Bengali News

এশিয়ান গেমসে চারটি ব্রোঞ্জ এল ভারতের ঘরে। উষুতে ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল চারটি পৃথক বিভাগে। সেই সম্ভাবনার জলাঞ্জলি হলেও চার-চারটি ব্রোঞ্জ জিতে দেশকে সম্মানিত করলেন সন্তোষ কুমার ও নাওরেম রোশিবিনা দেবী, সূর্যভানু প্রতাপ সিং, নরেন্দর গ্রেওয়াল। চারজনেই সেমিফাইনালে হেরে যান। ফলে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

রাহীর স্বর্ণপদকের দিনে উষুতে এল একসঙ্গে চারটি ব্রোঞ্জ, এশিয়াডে সপ্তম স্থানে ভারত

মহিলাদের ৬০ কেজি বিভাগে চিনের কাই ইঙ্গিংয়ের কাছে হেরে যান রোশিবিনা। আর পুরুষদের ৫৬ কেজি বিভাগে সন্তোষ কুমার হারেন ভিয়েতনামের ট্রুয়োং জিয়াং বুইয়ের কাছে। পুরুষদের ৬০ কেটি বিভাগে সূর্যভানু প্রতাপ সিং হারেন ইরানের ইরফান আহানগেরিয়ানের কাছে। পুরুষদের ৬৫ কেজি বিভাগেও হার মানতে হয় ভারতীয় প্রতিদ্বন্দ্বীকে। এবারও ইরানের প্রতিদ্বন্দ্বী ফোরোয়াদ জাফারির কাছে হারেন নরেন্দক গ্রেওয়াল।

উষু হল বক্সিং ও কিক বক্সিং মিশ্রিত এক প্রকারের খেলা। যে খেলার প্রধান অঙ্গ হল মার্শাল আর্ট। এবার এই উষু থেকেও ভারত পদক নিশ্চিত করেছিল চার চার জন প্রতিদ্বন্দ্বী। তবে কেউই তারা ব্রোঞ্জ পদককে সোনা বা রূপোয় রূপান্তরিত করতে পারলেন না। স্বপ্নভঙ্গ হল সন্তোষ ও নাওরেম, নরেন্দর ও সূর্যভানুর।

তবে তাদের দু-জোড়া পদক ভারতকে সমৃদ্ধ করল অবশ্যই। এদিনই রাহি জীবন সরনোবাতের স্বর্ণপদক প্রাপ্তির পর চারটি ব্রোঞ্জ ভারতরে পদকের তালিকায় উপরের দিকে নিয়ে এল। পদক সংখ্যা ১৬-তে নিয়ে যতে সমর্থ হল ভারত। বর্তমানে ভারত পদক তালিকায় সপ্তমস্থানে অবস্থান করছে। এখন পর্যন্ত ভারত চারটি সোনা, তিনটি রুপো ও ন'টি ব্রোঞ্জ পেয়েছে। মোট ১৬টি পদক পেয়ে তারা রয়েছ ইন্দোনেশিয়ার ঠিক নিচেই।

English summary
India wins four bronze medals in Wushu in Asian Games 2018. Now India is on number seven position in medal tally,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X