For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খিদের জ্বালা কী জানি! করোনা লকডাউনে ৫০০ পরিবারকে সাহায্য এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মনের

খিদের জ্বালা কী জানি! করোনা লকডাউনে ৫০০ পরিবারকে সাহায্য এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মনের

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধে দেশজুড়ে ২১ দিনের লকডাউন। যে পরিস্থিতিতে রুটি-রুজি হারিয়ে লকডাউনে গরীব ও দুঃস্থ মানুষরা সমস্যায় পড়েছেন। রাজ্যে গরীব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার উত্তরবঙ্গে গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এশিয়ান গেমসে(২০১৮) সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট স্বপ্না বর্মন।

৫০০ জন দুঃস্থ মানুষদের হাতে চাল, ডাল তুলে দিলেন স্বপ্না

৫০০ জন দুঃস্থ মানুষদের হাতে চাল, ডাল তুলে দিলেন স্বপ্না

জলপাইগুড়িতে পাতাকাটায় স্থানীয় ৫০০ জন দুঃস্থ মানুষদের হাতে চাল, ডাল ও লকডাউনে অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বপ্না বর্মন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে এখন ২১ দিনের লকডাউন চলছে। যার আজকে দশম দিন।

সাই থেকে জলপাইগুড়ি ফিরে গিয়েছেন স্বপ্না

সাই থেকে জলপাইগুড়ি ফিরে গিয়েছেন স্বপ্না

এই লকডাউনের কারণে দেশে সব ধরণের ক্রীড়াপ্রতিযোগীতা স্থগিত রয়েছে। ফলে সাই থেকে জলপাইগুড়িতে নিজের বাড়ি ফিরে গিয়েছেন স্বপ্না। সেখানেই আপাতত গৃহবন্দি রয়েছেন ভারতীয় এই অ্যাথলিট।

লকডাউনের মাঝে নিজের ফিটনেস চর্চা চালাচ্ছেন,সেই সঙ্গে পরিবারকে সময় দেওয়া ও নিজের গ্রামের প্রান্তিক মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার শপথ নিয়ে লড়ে যাচ্ছেন সোনার মেয়ে স্বপ্না।

খিদের জ্বালা কী আমি অনুভব করতে পারি!

খিদের জ্বালা কী আমি অনুভব করতে পারি!

এক সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় স্বপ্না জানিয়েছেন, ' দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় প্রতিদিন কীভবে কঠিন লড়াইয়ে মধ্যে দিয়ে সংসার চালাতে হয় জানি। বাবা রিক্সা চালাতেন, দিনের শেষে রোজগার করে চাল নিয়ে ফিরলে রান্না হত।ফলে খিদের জ্বালা কী আমি অনুভব করতে পারি পরিবারের উপার্জনকারী এদিন কাজে যেতে না পারলে ভাত জোটানো কঠিন ছিল। সেকারণে লকডাউনে এখন যারা রুটি-রুজি হারিয়েছেন, তাঁদের খিদের জ্বালার পরিস্থিতিটা বুঝি। আর্থিক সমস্য়ায় যারা রয়েছেন, তাদের সাধ্যমত সাহায্য করার চেষ্টা করছি।'

গরীব মানুষদের সাহায্য করতে অনুরোধ করলেন স্বপ্নার

গরীব মানুষদের সাহায্য করতে অনুরোধ করলেন স্বপ্নার

উল্লেখ্য সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় স্বপ্না নিজেই টোটো করে পৌঁছে গিয়ে চাল, ডাল, আলু ও অনান্য সামগ্রী গ্রামবাসীদের কাছে পৌঁছ দিচ্ছেন।পাঁচশোটি পরিবারের মুখে এই দুঃসময়ে অন্নসামগ্রী পৌঁছে দিয়েছেন স্বপ্না। সেই সঙ্গে দেশের অন্য নাগরিকদেরও সামাজিক দূরত্ব বজার রেখে গরীব মানুষদের সাহায্য করতে অনুরোধ করলেন ভারতীয় অ্যাথলিট।

ছবি সৌজন্যে স্বপ্না বর্মনের ফেসবুক প্রোফাইল

English summary
Indian Athlete Swapna Barman helps poor needy people during CoronaVirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X