For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোটের জন্য ম্যাচে নামা হল না, ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বিকাশ কৃষ্ণণন-কে

ভারতের ঝুলিতে আরও এক সোনা বা রূপো আসার সম্ভাবনা ছিল। কিন্তু তা আর হল না। কারণ, বক্সিং-এর ৭৫ বিভাগে এই সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন বিকাশ কৃষ্ণণণ। শুক্রবার সেমিফাইনাল ম্য়াচে তাঁর নামার কথা ছিল।

Google Oneindia Bengali News

ভারতের ঝুলিতে আরও এক সোনা বা রূপো আসার সম্ভাবনা ছিল। কিন্তু তা আর হল না। কারণ, বক্সিং-এর ৭৫ বিভাগে এই সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন বিকাশ কৃষ্ণণণ। শুক্রবার সেমিফাইনাল ম্য়াচে তাঁর নামার কথা ছিল। তা আর হয়নি। কারণ, বিকাশের বাঁদিকের চোখের পাতায় চোট ধরা পড়েছে। এই পরিস্থিতিতে ম্যাচ খেলতে নামে শারীরিকভাবে আরও জখম হতে পারেন ভারতীয় বক্সার। যার ফলে সেমিফাইনাল-এ ওয়াক-ওভার পেয়ে যায় প্রতিপক্ষ। তবে, পয়েন্টের ভিত্তিতে বিকাশ বক্সিং-এর ৭৫কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন।

ভারতের ঘরে আরও এক ব্রোঞ্জ পদক

আন্তর্জাতিক বক্সিং- ফেডারেশনের নিয়ম অনুযায়ী মুখের কোথাও আগে থেকে ক্ষত থাকলে তাহলে তাঁকে মেডিক্য়াল-ই ফিট বলে প্রমাণিত করতে হবে। তারপরই তিনি বাউটে নামার অনুমতি পাবেন। বিকাশের চোখের উপরে যেখানে ক্ষত রয়েছে সেখানে নতুন করে আঘাত লাগলে তা মারাত্মক আকার নিতে পারে। সেই কারণে বিকাশকে মেডিক্যাল পরীক্ষায় আনফিট ঘোষণা করা হয়।

বক্সিং যেহেতু মারাত্মকভাবে একটি বডি কনট্যাক্ট গেম। তাই সেখানে নূন্যতম চোটটকেও গুরুত্ব সহকারে দেখা হয়। এদিকে, এই ব্রোঞ্জ পদক জয়ে ভারতের পদক সংখ্যা এই মুহূর্তে ৫৮ হয়ে গেলো।

English summary
Boxer Vikash Krishnan has a wound on his left eyelid. As a result he declared medically unfit and got the bronze medal in 75 KG Boxing. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X