For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে মোকাবিলায় কত টাকা অনুদান ভারতীয় হকি দলের

করোনার বিরুদ্ধে মোকাবিলায় কত টাকা অনুদান ভারতীয় হকি দলের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাব যত বাড়ছে ততই এককাট্টা হচ্ছে দেশ। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় ভারত জুড়ে লকডাউন জারি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। এই দুঃসময়ে সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। সেই তালিকায় সামিল হল হকি ইন্ডিয়ার নাম।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে আট লক্ষ ছাড়িয়েছে। ভারতে এখনও পর্যন্ত ৪৫ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্তের সংখ্যা প্রায় ষোলোশো। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ভারতে লকডাউন

ভারতে লকডাউন

পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউন জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি এবং ক্রীড়া ব্যক্তিত্বরা। ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

কেন্দ্রের করোনা তহবিল

কেন্দ্রের করোনা তহবিল

করোনা আক্রান্তদের সুশ্রুষা ও দরিদ্রদের সেবার্থে একটি তহবিল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। তাতে প্রতিদিনই কিছু না কিছু অনুদান দিয়ে চলেছেন দেশের ক্রীড়াবিদরা। বিসিসিআই, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ব্যাটসম্যান সুরেশ রায়না, টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে টাকা জমা দিয়েছেন। অনুদান দিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা মিতালি রাজ, প্যারা অ্যাথলিট শরদ কুমার ও এশা সিং।

হকি ইন্ডিয়ার অনুদান

হকি ইন্ডিয়ার অনুদান

করোনার বিরুদ্ধে মোকাবিলায় কত টাকা অনুদান দিয়েছে, তা জানাতে চায়নি ভারতীয় ফুটবল দল। তবে হকি ইন্ডিয়ার তরফে কোনও লুকোছাপা রাখা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা তহবিলে তাঁরা ২৫ লক্ষ টাকা দিয়েছেন বলে জানিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি মহম্মদ মুস্তাক আহমেদ।

English summary
Indian hockey team donates 25 lakh to fight against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X