For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাসপেন্ড এনডিটিএল, ওয়াডার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে কেন্দ্র

সাসপেন্ড এনডিটিএল, ওয়াডার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

অলিম্পিকের এগারো মাস আগে দেশের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরিকে ছয় মাসের জন্য সাসপেন্ড করায় ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডার উপর বেজায় চটেছে কেন্দ্র। ওয়াডার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস বা সিএস-র দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

সাসপেন্ড এনডিটিএল, ওয়াডার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে কেন্দ্র

দফতরের মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে কিছু সমস্যার কথা তিনি আগে শুনেছিলেন। তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর সেই ত্রুটিগুলি আর নেই বলেও দাবি করেছেন কিরেণ রিজিজু। তা সত্ত্বেও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির এই সিদ্ধান্ত যথেষ্ট হতাশাজনক বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী।

উল্লেখ্য়, বৃহস্পতিবার দেশের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরিকে ছয় মাসের জন্য সাসপেন্ড করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা। জানায়, ভারতের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি আন্তর্জাতিক মানের নয়। ২০২০ টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে চলতি বছরের মে মাসে বিভিন্ন দেশের ওয়াডা স্বীকৃত ডোপ টেস্টিং ল্যাবরেটরিগুলির মান ঘুরে দেখেন সংস্থার বিশেষজ্ঞরা। তাঁদের দেওয়া রিপোর্টে ভারতের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি ফেল করেছে বলে জানিয়েছে ওয়াডা।

কোনও অ্যাথলিটের ডোপ টেস্টের জন্য যতটা পরিকাঠামো ও সুযোগ-সুবিধা প্রয়োজন, তা ভারতের ওই ল্যাবরেটরিতে নেই বলেই বক্তব্য ওয়াডার। এই অবস্থায় নাডা ভারতীয় অ্যাথলিটদের কাছ থেকে নমুনা সংগ্রহ করতে পারলেও তার পরীক্ষা দেশের বাইরে ওয়াডা স্বীকৃত কোনও ল্যাবরেটরিতে করতে হবে বলে জানানো হয়েছে।

English summary
Indian Sports Ministry to appeal against WADA's decision, says Kiren Rijiju
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X