For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান গেমস ২০১৮, ডোপ টেস্টে ব্যর্থ হয়ে কমলো ভারতের পদক সম্ভাবনা

এশিয়ান গেমস ২০১৮-এর আগে ভারতীয় স্টিপলাইজার নবীন দাগার নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম নেওয়ার জন্য ডোপ টেস্টে ধরা পড়েছেন।

Google Oneindia Bengali News

১৮ আগস্ট শুরু হতে চলেছে এশিয়ান গেমস ২০১৮। কিন্তু যে কোনও আন্তর্জাতিক টুর্ণামেন্টের আগে ভারতীয় খেলোয়ারদের ডোপ টেস্টে ধরা পড়া যেন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনও ভারোত্তোলক, কখলও কুস্তিগির, কখনও অ্যাথলিটরা ধরা পড়েছেন ডোপ করে। এবারও এশিয়াডের ঠিক আগে ভারতের স্টিপলচেজ রানার নবীন দাগার ধরা পড়েছেন ডোপ পরীক্ষায়।

এশিয়ান গেমস ২০১৮, ডোপ টেস্টে ব্যর্থ হয়ে কমলো ভারতের পদক সম্ভাবনা

এবারের গেমস থেকে দাগার পদক আনবেন বলে আশা করা হচ্ছিল। স্টিপলচেজে ২০১৪-র ইঞ্চেয়ন গেমসে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। গত জুলাই মাসে গুয়াহাটিতে এক আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স মিটে নিজের ইভেন্টে ৮.৪১ সেকেন্ড সময় করে এশিয়াডে অংশ নেওয়ার যোগ্যতাও অর্জন করেছিলেন তিনি। কিন্তু ওই একই টুর্ণামেন্টে তাঁর মূত্রের নমুনায় মেলে নিষিদ্ধ মেলডোনিয়াম।

ভারতের মাঝারি ও দূরপাল্লার রানারদের সঙ্গেই তিনি ভুটানে হাই অল্টিটিউডে তিনি প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই 'নাডা'র ইন টুর্ণামেন্ট পরীক্ষায় ফল আসে। যাতে দেখা যায় দাগার সেই ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। এরপরই অ্যআথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া তাঁকে সাসপেন্ড করেছে। কমে গিয়েছে ভারতের একটি পদকের সম্ভাবনা।

মেলডোনিয়াম ড্রাগটি বাজারে বিক্রি হয় মিলড্রোনেট নামে। এই ওষুধটি মূলতঃ হৃত্পিণ্ড ও মস্তিস্কে কম রক্ত স্ঞ্চালনের মতো রোগের প্রতিকার করে। অ্যাথলিটদের ক্ষেত্রে অবশ্য এই ড্রাগ তাদের শারীরিক ক্ষমতা বাড়িয়ে দেয়। তাদের সহনশীলতা বাড়ায়, রিকভারি টাইম কমায়। ওয়াডা ও নাডার নির্দেশিকায় স্পষ্ট ভাষায় এই ড্রাগটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা আছে। তারপরেও দাগারের মতো অভিজ্ঞ অ্যাথলিট কিকরে এই কাজ করলেন তা নিয়ে বিস্মিত অ্যাথলেটিক্স মহল।

তবে দাগার একাই নন, এশিয়াডের আগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন জাভেলিন থ্রোয়ার অমিত কুমারও। আন্তঃরাজ্য টুর্ণামেন্টে তিনি ব্রোঞ্জ পদকজয়ী। ফিনল্যান্ডে হওয়া আউট অব টুর্নামেন্ট টেস্টে তার নমুনাতেও নিষিদ্ধ ড্রাগ মিলেছে। অনেকেই বলছেন ভারতীয় অ্যাথলিটরা এখনও যথেষ্ট পেশাদার হয়ে উঠতে পারেননি। তাই প্রত্যেক আন্তর্জাতিক বড় টুর্নামেন্টের আগেই এভাবে বারবার ধাক্কা খেতে হয় ভারতকে।

[আরও পড়ুন:ফের ডামাডোল ভারতীয় টেনিসে, এশিয়ান গেমসে খেলবেন না লিয়েন্ডার পেজ][আরও পড়ুন:ফের ডামাডোল ভারতীয় টেনিসে, এশিয়ান গেমসে খেলবেন না লিয়েন্ডার পেজ]

English summary
Indian steeplechaser Naveen Dagar tested positive for banned substance in dope test before Asian Games 2018.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X