For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানিয়ে দেশে ফিরছে ভারতীয় মহিলা হকি দল

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারতীয় মহিলা হকি দল। আয়ারল্যান্ডের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ভারতীয় মহিলা দলকে।

Google Oneindia Bengali News

ম্যাচটা যখন শেষ হল তখন দুই শিবিরের তারকাদের চোখেই জল। তবু দুই শিবিরের চোখের জলের মধ্যেও রয়েছে তারতম্য। একটি শিবিরে সেমিফাইনালে পৌঁছনোর খুশি, অন্যটায় হতাশা এবং কঠিন লড়াই শেষেও সাফল্য না পাওয়ার বেদনা। প্রথমটা অবশ্যই আয়ারল্যান্ড এবং দ্বিতীয়টা রানী রামপালের টিম ইন্ডিয়া।

চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানিয়ে দেশ ফিরছেন ভারতীয় মহিলা হকি দল

দারুণ লড়াই চালিয়েও শেষ রক্ষা করতে পারল না ভারতীয় মহিলা হকি দল। আয়ারল্যান্ডের কাছে হেরে মহিলা হকি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল টিম ইন্ডিয়াকে। পেনাল্টি শুটআউটে ৩-১ গোলে হেরে গেল ভারত।

পুলের ম্যাচে এই আয়ারল্যান্ডের কাছেই হেরে ছিল ভারত। কিন্তু এ দিন কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই চালাতে থাকে রানি রামপালের মেয়েরা। চলতি মহিলা হকি বিশ্বকাপে যে দেশগুলি খেলছে, তাদের মধ্যে ভারত এবং আয়ারল্যান্ডের ডিফেন্সই সব থেকে শক্তিশালী। ফলে প্রতিপক্ষের শক্তিশালী ডিফেন্সের সামনে কোনও দলের আক্রমণভাগের প্লেয়ারই কার্যকরী হয়ে উঠতে পারেননি। যার ফল সরূপ নির্ধারিত খেলার সময়ে খেলার ফল ছিল গোল শূন্য। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

মনে করা হয়েছিল এখান থেকে ম্যাচ বেড় করতে সমস্যা হওয়ার কথা নয় ভারতের। কারণ দলে রয়েছেন রানী রামপাল, রীনা খোখারের মতে অভিজ্ঞ প্লেয়ারেরা। তবে, লড়াইয়ের সঙ্গে একটু হলেও ভাগ্যের সহায় প্রয়োজন, আর সেই ভাগ্যটাই ছিল ভারতের মেয়েদের সাথে। নয়তো কী ভাবে রানী রামপাল, মনিক এবং নভজৎ কউরের মতো প্লেয়ারেরা গোল করতে ভুল করেন শুট আউট থেকে। ভারতের হয়ে এক মাত্র গোলটি করেন রীনা খোখার।

আয়ারল্যান্ডের হয়ে তিনটি গোল করেন রইসিন আপটন, আলিসন মিকি এবং কোলি ওয়াটকিন্স। শনিবার সেমিফাইনালে টুর্নামেন্টের আরও এক আন্ডারডগ স্পেনের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

English summary
Indian Women Hockey team ended up their world cup journey with deep sorrow. They did not manage to the semifinal of the tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X