For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিবার থেকে জমজমাট ব্যাডমিন্টন! তৈরি বেঙ্গালুরুর ইন্দিরানগর ক্লাব

বেঙ্গালুরুতে রবিবার থেকে শুরু হতে চলেছে ইন্দিরানগর ক্লাব ব্য়াডমিন্টন লিগ ২০১৮। এই নিয়ে দু বছরে পা দিল এই লিগ। রবিবার হবে খেলোয়াড় নিলাম। খেলা শুরু হবে ৩০ নভেম্বর থেকে।
 

  • |
Google Oneindia Bengali News

রবিবার (১১ নভেম্বর) থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ইন্দিরানগর ক্লাব ব্যাডমিন্টন লিগের দ্বিতীয় সংস্করণ। রবিবার হবে খেলোয়াড়দের নিলাম। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে খেলা।

রবিবার থেকে জমজমাট ব্যাডমিন্টন!

এই বছর মোট ৫টি দলে ১৫০ জন খেলোয়াড় খেলবেন। প্রতি দলে ৩০ জন করে খেলোয়াড় খেলবেন মেনস উইমেনস এবং চিলড্রেন্স বিভাগে। গত বছর থেকেই শুরু হয়েছে এই লিগ। প্রথমবারে ৪টি দলে ১১৬ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন।

এই বছরের লিগে কমিশনার নীরজ মিশ্র জানিয়েছেন, বেঙ্গালুরু ব্যাডমিন্টনের ঐতিহ্যবাহী শহর। কাজেই প্রচুর পরিমাণে দর্শক সমাগম হবে বলে তাঁরা আশা করছেন। তিনি জানান, ক্লাব তাঁবুতে আর খেলোয়াড় রাখার জায়গা নেই বলেই তাঁদের খেলোয়াড়ের সংখ্যা ১৫০-তে সীমাবদ্ধ রাখতে হয়েছে তাঁদের।

আইবিএল ২০১৮-এর চেয়ারপার্সন কল্যান মোহন জানিয়েছেন, কোর্টে নামলে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অবশ্যই তীব্র প্রতিযোগিতা দেখা যাবে। তবে প্রপতিযোগিতাটাই এই লিগের সব কথা নয়। কোর্টের বাইরে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলায় তাঁরা উৎসাহ দেন।

ইন্দিুরা নগর ক্লাব ব্য়াডমিন্টন লিগ অবশ্য একবছরের মধ্যেই সফল বিজনেস মডেল হিসেবেও গড়ে উঠেছে। জিনা গ্রুপ, প্রাইমা ডায়গোনিস্টিক্স, ইন্দিরানগর ক্লাব, টাইটান, তাজ গ্রুপ অব হোটেলস, ইংলিশ ব্রিউইং কোম্পানির মতো স্পনসর পেয়েছে এই লিগ।

তবে মুখ্য স্পনসর ইয়োনেক্স। তারা শুধু আর্থিক দিক থেকেই নয়, আরও নানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই বড় বড় স্পনসররা থাকায় এই টুর্নামেন্টে দলগত ও ব্যক্তিগত আকর্ষণীয় পুরস্কারও রয়েছে।

English summary
The second edition of the Indiranagar Club Badminton League will begin with the players' auction on Sunday (November 11).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X