For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিক্রি' হয়ে গেলেন শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার ছেলে

৩০ লক্ষ টাকায় আর্যমান বিক্রম বিড়লাকে নিয়েছে রাজস্থান রয়ালস। আর্যমানের অপর পরিচিতিও আছে। তিনি শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার ছেলে।

  • |
Google Oneindia Bengali News

৩০ লক্ষ টাকায় আর্যমান বিক্রম বিড়লাকে নিয়েছে রাজস্থান রয়ালস। আর্যমানের অপর পরিচিতিও আছে। তিনি শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার ছেলে।

 'বিক্রি' হয়ে গেলেন শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার ছেলে

শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা। দেশে বিদেশে যাঁর ব্যবসার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ১২৬০ কোটি ডলার। ইচ্ছা করলেই তিনিও কিনে নিতে পারতেন আইপিএল-এর দল। অংশ নিতে পারতেন নিলামেও। তা করেননি তিনি। তবে তাঁর ছেলে তাতে যুক্ত হয়েছেন। ক্রিকেটার হিসেবে।

নিলামে ৩০ লক্ষ টাকায় আর্যমান বিক্রম বিড়লাকে নিয়েছে রাজস্থান রয়ালস। তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। প্রথম রাউন্ডে অবিক্রিত থাকলেও দ্বিতীয় রাউন্ডে ৩০ লক্ষ টাকায় আর্যমানকে কিনে নেয় রাজস্থান রয়ালস।

 'বিক্রি' হয়ে গেলেন শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার ছেলে

আর্যমান বিক্রম বিড়লা খেলেন মধ্যপ্রদেশের হয়ে। পারিবারিক ব্যবসায় অনাগ্রহী আর্যমান ২০ বছর বয়সে মুম্বই ছেড়েছেন। প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসেবে এরই মধ্যে যথেষ্ট নামডাক হয়েছে তাঁর। হাজার হাজার কোটির ব্যবসা সামলানোর থেকে মাঠে ঘাম ঝড়ানোকেই পছন্দ হিসেবে বেছে নিয়েছেন তিনি। গত বছর অক্টোবরে সিকে নাইডু ট্রফিতে অনূর্ধ্ব ২৩ দলের হয়ে ওড়িশার বিরুদ্ধে ১৫৩ রান করেছিলেন তিনি। এবছরে তিনি খেলবেন অজিঙ্কা রাহানে, বেন স্টোকসদের সঙ্গে।

আর্যমান জানিয়েছে, নয় বছর বয়স থেকে খেলা শুরু। মুম্বইয়ে খেলার সময় অনেক কিছু শিখেছেন তিনি। জানিয়েছেন আর্যমান। আইপিএল-এ সুযোগ পাওয়ায় খেলার সুযোগ অনেকটাই বাড়ল বলেই মনে করছেন তিনি।

English summary
Industrialist Kumar Mangalam Birla's son sold to Rajasthan Royals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X