For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কারণে পিছিয়ে যেতে চলেছে অলিম্পিক, কী বলছে আইওএ জেনে নিন

করোনার কারণে পিছিয়ে যেতে চলেছে অলিম্পিক, কী বলছে আইওএ জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের করাল গ্রাসে কাঁপছে বিশ্ব। বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনার সংক্রমণে লাগাম টানতে তাই লকডাউন করে মৃত্যু নিয়ন্ত্রণে আনার চেষ্টায় প্রতিটি দেশ।

স্থগিত হয়েছে ইউরো-কোপার মতো আসর

স্থগিত হয়েছে ইউরো-কোপার মতো আসর

এই পরিস্থিতিতে ইউরো কাপ, কোপা আমেরিকার মতো বিশ্বের একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট ২০২১ সালে পিছিয়ে দেওয়া হলেও গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক নিয়ে সিদ্ধান্তে আসা যায়নি। অ্যাথলিকদের জীবনের ঝুঁকি নিতে না চেয়ে সোমবারা তাই অলিম্পিক না পিছলে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া। এমন অবস্থায় করোনার কারণে অলিম্পিক এক বছর পিছতে চলেছে বলে জানাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

ঠিক কী বলা হয়েছে

ঠিক কী বলা হয়েছে

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড জানিয়েছেন ২০২০ সালে করোনায় গোটা বিশ্ব এখন স্তব্ধ। প্রতিটি দেশ বাঁচার লড়াই চালাচ্ছে। করোনার কারণে তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(আইওসি) টুর্নামেন্ট ১ বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে।

 সরকারি সিদ্ধান্ত হয়ত পরে জানানো হবে

সরকারি সিদ্ধান্ত হয়ত পরে জানানো হবে

আইওসি-র সদস্য ডিক পাউন্ড ইউএসএ টুডেকে দেওয়া প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমি যতদূর জানি ২৪ জুলাই থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে না। আইওএ করোনা বিধ্বস্ত পরিস্থিতির উপর প্রতি মুহূ্র্তে নজর রেখেছে। সেক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চার সপ্তাহের মধ্যে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। কিন্তু মনে হয় পরের সপ্তাহতেই সম্ভবত আমরা সরকারি সিদ্ধান্ত জানতে পারছি।

জাপানে অলিম্পিকের পূর্বনির্ধারিত সূচি

জাপানে অলিম্পিকের পূর্বনির্ধারিত সূচি

জাপানে ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট অলিম্পিক আয়োজনের সূচি রয়েছে।

 জাপানের প্রধানমন্ত্রী যা জানিয়েছিলেন

জাপানের প্রধানমন্ত্রী যা জানিয়েছিলেন

ভাইরাস সংক্রমণে গোটা পৃথিবী নড়ে গেলেও জাপানের প্রধানমন্ত্রী গত সপ্তাহে, সব বাঁধা পার করে নির্ধারিত সূচি মেনে জাপানে ২০২০ সালেই অলিম্পিক আয়োজন হবে হলে আশা প্রকাশ করেছিলেন।

কানাডার প্রধামন্ত্রী ট্রুডো কী বলেছেন

কানাডার প্রধামন্ত্রী ট্রুডো কী বলেছেন

করোনার বিধ্বংসী অবস্থায় ২০২০ সালে অলিম্পিক স্থগিত না হলে কানাডা থেকে অলিম্পিকে কোনও প্রতিনিধি পাঠানো হবে না বলে দেশের অলিম্পিক সংস্থা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তকে প্রশংসা জানিয়ে কানাডার প্রধামন্ত্রী জাস্টিন ট্রুডো অন্য দেশগুলিকেও অলিম্পিক না পিছলে দল তুলে নেওয়ার জন্য স্বাগত জানান

English summary
International Olympic Committee member says Tokyo 2020 to be postponed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X