For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে স্থগিত হওয়া অলিম্পিকের ক্ষতি মাপছে আইওসি, বিমা সংস্থার সঙ্গে কথা

করোনা ভাইরাসের জেরে স্থগিত অলিম্পিক, বিমা সংস্থার সঙ্গে কথা চলছে আইওসি-র

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ২০২১ সালেও টোকিওতে ইভেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে সঙ্গত কারণেই বিমা সংস্থার সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে কথা চালাচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওসি।

মারণ করোনা ভাইরাস

মারণ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৬৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় চার লক্ষ মানুষ। অলিম্পিকের আয়োজক দেশ জাপানে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারেরও বেশি। প্রাণ হারিয়েছেন নশোরও বেশি মানুষ।

নির্ধারিত সূচি

নির্ধারিত সূচি

চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। ৯ অগাস্ট পর্যন্ত চলার কথা ছিল প্রতিযোগিতা। ইভেন্টে বিশ্বের ২০৬টি দেশের ১১০৯১ জন অ্যাথলিটের অংশ নেওয়ার কথা ছিল।

এক বছরের স্থগিত ইভেন্ট

এক বছরের স্থগিত ইভেন্ট

ইতিহাসে প্রথমবার এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে অলিম্পিক। সৌজন্যে করোনা ভাইরাসে। যার মারণ গ্রাসে পড়েছে ইভেন্টের আয়োজক টোকিও তথা জাপান। অলিম্পিকে অংশ নিতে চলা প্রায় সব দেশেই ভয়াবহ প্রভাব বিস্তার করেছে করোনা। তাই ঠিক হয়েছে ২০২১-র ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ইভেন্টের সূচি অপরিবর্তিত রাখা হবে বলে জানানো হয়েছে।

বিমা সংস্থার সঙ্গে কথা

বিমা সংস্থার সঙ্গে কথা

২০১৬-র রিও ডে জেনেরিও অলিম্পিক যদি বাতিল হত, তবে আইওসি-র ১৪.৪ মিলিয়ন ডলার ক্ষতি হত বলে জানানো হয়েছে। টোকিও অলিম্পিকে সেই ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা। তাই আগেভাগেই বিমা সংস্থার সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে কথা বলতে শুরু করেছে ইন্ট্যারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। ইভেন্ট এক বছরের জন্য স্থগিত হওয়ার ক্ষেত্রে ক্ষতির টাকা তুলতে চায় আইওসি। টোকিও ইভেন্ট স্থগিত হওয়ার ক্ষেত্রে ক্ষতির পরিমাণ লাঘব করার ক্ষেত্রে ৬৫০ মিলিয়ন ডলার আলাদা করে তহবিলে সরিয়ে রেখেছে আইওসি।

এএফসি টুর্নামেন্টে এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু, রানার্স হয়েও কপাল খুলল না চেন্নাইয়ানেরএএফসি টুর্নামেন্টে এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু, রানার্স হয়েও কপাল খুলল না চেন্নাইয়ানের

English summary
IOC is in talk with insurers over being compensated for postpone Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X