For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলকে হারিয়ে আইএসএল-এর প্রথম জয়ী দল হল আটলেটিকো দে কলকাতা

Google Oneindia Bengali News

মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হচ্ছে আইএসএল-এর প্রথম ফাইনাল। আইএসএল-এর ফাইনালে পৌছছে আটলেটিকো দে কলকাতা এবং কেরালা ব্লাস্টার্স। কলকাতার দলের কর্তাদের মধ্যে অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স কর্তাদের মধ্যে আবার অন্যতম শচীন তে্ডুলকর। ফুটবলের ম্যাচ হলেও সমর্থকরা অবশ্য এই ফাইনালকে 'সচিন বনাম সৌরভ' যুদ্ধ বানিয়ে ফেলেছেন।

কেরলকে হারিয়ে আইএসএল-এর প্রথম জয়ী দল হল আটলেটিকো দে কলকাতা

ফুটবলের উন্মাদনা বজায় রেখেই শুরু হতে চলেছে আইএসএল-এর প্রথম ফাইনাল। ইন্ডিয়ান সুপারলিগ ফুটবলের প্রথম চ্যাম্পিয়ন কোন দল হবে তা জানার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। তবে কলকাতা ও কেরলের উন্মাদনাটা স্বাভাবিকভাবেই বেশি। আজকের সমস্ লাইভ আপডেট দেখুন এখানে।

রাত ৮ টা ৫৫ মিনিট : ১-০ গোলে কেরালা ব্লাস্টার্সকে হারাল আটলেটিকো দে কলকাতা।

সন্ধ্যা ৮ টা ৫৫ মিনিট : কর্ণার পেল কলকাতা। কর্ণার থেকে উড়ে আসা বল হেড দিয়ে গোলপোস্টে ঢোকালেন কলকাতার মহম্মদ রফিক।

কেরলকে হারিয়ে আইএসএল-এর প্রথম জয়ী দল হল আটলেটিকো দে কলকাতা

সন্ধ্যা ৮ টা ৪৪ মিনিট : গোলে বল ঢোকানোর সুযোগ হারালেন কেরলের মাইকেল চোপড়া। দুর্ভাগ্য।

সন্ধ্যা ৮ টা ১৭ মিনিট : হলুদ কার্ড দেখলেন কলকাতার বরজা ফার্নান্ডেজ।

সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট : শেষ হল প্রথমার্ধ। দুই দলই গোলশূন্য।

সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট : এবার হলুদ কার্ড দেখলেন আটলেটকোর ন্যাটো। ফ্রি কিক কেরালার। হিউমের শট দুরন্তভাবে সেভ করলেন গোলরক্ষক।

সন্ধ্যা ৭ টা ২৯ মিনিট : হলুদ কার্ড দেখলেন কেরালার খেলোয়াড় নির্মল ছেত্রী। ফ্রি কিক পেল কলকাতা। সুযোগ হারাল কলকাতা।

সন্ধ্যা ৭ টা ২৩ মিনিট : খেলা শুরুর ২০ মিনিটের মাথায় গোলশূন্য দুই দল।

সন্ধ্যা ৭ টা ৬ মিনিট : আক্রমণ শুরু করেছে কেরালা। চাপ তৈরি হচ্ছে কলকাতার উপর।

সন্ধ্যা ৭ টা : মাঠে নামল দুই দল। শুরু হল খেলা

English summary
ISL Final : Atletico de kolkata Vs Kerala Blasters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X