For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের 'বিদ্যুৎ মানব', বোল্টের রেকর্ডকে পিছনে ফেলে রাতারাতি 'পুরস্কার' পেলেন শ্রীনিবাস গৌড়া

ভারতের 'বিদ্যুৎ মানব', বোল্টের রেকর্ডকে পিছনে ফেলে সাইয়ের ডাক পেলেন শ্রীনিবাস গৌড়া

  • |
Google Oneindia Bengali News

বিশ্বচ্যাম্পিয়ন উসেইন বোল্টকে তিনি পিছনে ফেলেছেন। সোশ্য়াল মিডিয়া জুড়ে তিনিই এখন সর্বত্র শিরোনামে। শরীরের গঠন থেকে জোড়া ষাঁড়ের লাগাম ধরে দৌড় দেওয়ার কাদয়া, সেটাও কাদামাটিতে খালি পায়ে! যে দেখে বিস্মিত গোটা বিশ্ব। শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন পত্র-পত্রিকাতেও ভারতের কর্ণাটক রাজ্যের শ্রীনিবাস গৌড়াকে নিয়ে চর্চা তুঙ্গে।

বোল্টের কোন রেকর্ড ভেঙেছেন শ্রীনিবাস

কর্ণাটকের ঐতিহ্যবাহী কাম্বালা (মোষের দৌড়) প্রতিযোগিতায় মোষের সঙ্গে পাল্লা দিয়ে ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ড দৌড়েছেন। সেই অঙ্কে ১০০ মিটার দৌড়তে কর্ণাটকের ২৮ বছরের যুবক শ্রীনিবাস গৌড়া সময় নিয়েছেন ৯.৫৫ সেকেন্ড। যা বোল্টের বিশ্বরেকর্ডের চেয়ে কম। অলিম্পিকে সোনাজয়ী বোল্টের ৯.৫৮ সেকেন্ড সময়ে ১০০ মিটার দৌড় সম্পূর্ণ করার রেকর্ড রয়েছে। অর্থাৎ শ্রীনিবাস .৩ সেকেন্ড সময় কম নিয়েছেন। সেখানেই ভারতের শ্রীনিবাস বোল্টকে ছাপিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সাইয়ের ট্রায়ালে ডাক

যারপর এবার সাইয়ের ট্রায়ালে ডাক পেলেন শ্রীনিবাস। দেশের কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরণ রিজিজু টুইট করে তা জানিয়েছেন।

রিজিজুর শুভেচ্ছা

সোশ্যাল মিডিয়ায় মোষের দৌড়ের প্রতিযোগিতায় শ্রীনিবাস গৌড়ার ভিডিও ছড়িয়ে পড়তেই তা রিজিজুর নজরে আসে। কর্নাটকের যুবকের গতির ভিডিও দেখে বাকিদের মতো রিজিজুও বিস্মিত হয়েছেন।। শনিবার টুইট করে শ্রীনিবাসকে তিনি শুভেচ্ছা জানান।

রিজিজু টুইটে যা লিখেছেন

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে প্রশংসার ঢেউ। যার মাঝে এবার রিজিজু শনিবার টুইট করে জানিয়েছেন, গৌড়াকে সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হবে।' ক্রীড়াপ্রতিমন্ত্রী নিজে ফোন করে এই প্রতিভাকে সাইয়ে পরীক্ষা দিতে ডাক পাওয়ার কথা জানান বলেছেন। গৌড়াকে বেঙ্গালুরুর সাই কেন্দ্রে আসার যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সোমবার গৌড়ার সাই কেন্দ্রে পৌঁছানোর কথা রয়েছে। রিজিজু আরও লিখেছেন, 'এই প্রতিভার যাতে বিকাশ হয়, সব রকম দায়িত্ব দিতে হবে। মানুষের কাছে অ্যাথলেটিক্স নিয়ে সচেতনতার অভাব রয়েছে। সেখানেই এমন প্রতিভা উঠে এলে, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে।'

সাইয়ের টুইটে যা লেখা হল

পরে সাইয়ের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে ইতিমধ্যেই শ্রীনিবাসের কাছে টিকিট পৌঁছে গিয়েছে। সোমবার উনি জাতীয় দলের কোচেদের সামনে পরীক্ষায় বসবেন।

English summary
Karnataka's Srinivasa Gowda Called For Trials after buffalo racer compared to Usain Bolt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X