For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিডব্লুএফের তালিকায় উপরের দিকে উঠলেন শ্রীকান্ত, সাইনারা

বিডাব্লুএফ -এর প্রকাশিত তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিলেন কিদাম্বি শ্রীকান্ত। মহিলাদের বিভাগেও দাপট দেখান ভারতীয় মহিলা শাটলাররাও।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

ফের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের(বিডাব্লুএফ) ক্রমতালিকায় উপরের দিকে উঠে এলনে তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত। বৃহস্পতিবার বিডাব্লুএফ-এর প্রকাশিত ক্রমতালিয়া তৃতীয় স্থানে উঠে এলেন কিদাম্বি। সদ্য সমাপ্ত গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে পুরুযদের সিঙ্গেল ইভেন্টে রূপো জেতা কিদাম্বি পাঁচ থেকে দুই ধাপ উঠে তিন নম্বর স্থান দখল করেন।

বিডাব্লুএফের তালিকায় উপরের দিকে উঠলেন শ্রীকান্ত, সাইনারা

কিদাম্বি শ্রীকান্তের মতো ক্রমতালিকায় দুই ধাপ উঠে আসেন আর এক তারক শাটলার এইচ এস প্রণয়। দুই ধাপ উঠে অষ্টম স্থানে নিজের জায়গা পাকা করেন এইচএস প্রণয়।

ক্রমতালিকায় প্রথম স্থানে আছেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। দ্বিতীয় স্থান আছেন দক্ষিণ কোরিয়ার সন ওয়ান হো। ৭৭৫৭০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছেন ডেনমার্কের ভিক্টর। ৭৪৬৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ কোরিয়ার সন ওয়ান হো। ৭৪১৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত।
মহিলাদের বিভাগে তৃতীয় স্থান ধরে রাখেন পিভি সিন্ধু। কমনওয়েলথ গেমসের মহিলাদের ফাইনালে সাইনা নেহওয়ালের কাছে হারলেও তার কোনও প্রভাবই পড়েনি ক্রমতালিকায়।

\অন্য দিকে, লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল ৫৫৮৯০ পয়েন্ট নিয়ে প্রথম দশে নিজের জায়গা পাকা করলেন। দুই ধাপ উঠে দশ নম্বরে জায়গা পেলেন সাইনা। মহিলাদের বিভাগে শীর্ষ স্থানে রয়েছেন চাইনিজ তাইপের তাই জু ইং। দ্বিতীয় স্থানে আছেন জাপানের একানে ইয়ামাগুচি।

English summary
Kidambi Srikanth secures third place in World Ranking. Not only Men shuttlers but women shuttlers are also in good position in ranking.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X