For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হংকং ওপেন থেকে বিদায় কিদাম্বি শ্রীকান্তের

হংকংয়ের তারকা লি চেউক ইয়ু কাছে স্ট্রেট গেমে হেরে হংকং ওপেন থেকে বিদায় নিলেন শ্রীকান্ত

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ব্যাডমিন্টন শাটলারদের সময়টা সত্যিই যেন একেবারে ভালো যাচ্ছে না। হাঁটুর চোট সারাতে চায়না ওপেন থেকে নাম প্রত্যাহার করেছিলেন। এরপর হংকর ওপেনে দারুণ ছন্দে শুরু করলেও সেমিফাইনালেই অভিযান শেষ করতে হচ্ছে কিদাম্বি শ্রীকান্তকে।

শনিবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে হংকংয়ের তারকা লি চেউক ইয়ুর কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন শ্রীকান্ত। ৪২ মিনিটের লড়াই শেষে প্রতিপক্ষ লি চেউক শ্রীকান্তকে ২১-৯, ২৫-২৩ ব্যবধানে পরাস্ত করেন। প্রসঙ্গত এর আগে একবারের সাক্ষাতে চেউককে ২০১৮ সালের ভারতীয় ওপেনে ২১-১৭, ২১-১৮ ব্য়বধানে হারিয়েছিলেন শ্রীকান্ত।

হংকং ওপেন থেকে বিদায় কিদাম্বি শ্রীকান্তের

প্রথম গেমে বিশ্বের চার নম্বর ও টুর্নামেন্টের পঞ্চম বাছাই চেউকের সামনে কোনও রকম লড়াইয়ের সুযোগ তৈরি করতে পারেননি শ্রীকান্ত। ভারতীয় শাটলারকে ধরাশায়ী করে ২১-৯ ব্যবধানে গেম জেতেন লি। এরপর দ্বিতীয় গেমে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লডা়ই হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য শ্রীকান্তকে হারতে হয়। ২৩-২৫ ব্য়বধানে হেরে বসেন শ্রীকান্ত। কিদাম্বিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে গেল লি চেউক ইয়ু।

টুর্নামেন্টে খুব একটা অবশ্য চ্যালেঞ্জের মুখে পড়েননি শ্রীকান্ত। প্রথম রাউন্ডে বিশ্বের এক নম্বর কেন্টো মমতা চোটের কারণে নাম তুলে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় রাউন্ডে যান শ্রীকান্ত। এরপর দ্বিতীয় রাউন্ডে সৌরভ ভর্মার বিরুদ্ধে জয় পান। পরের রাউন্ডে চেন লঙয়ের বিরুদ্ধে ম্যাচে লঙ চোটের কারণে মাঝপথে ম্যাচ ছাড়ে। ফলে সহজেই সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন কিদাম্বি।

English summary
Kidambi Srikanth crashes out from Hong Kong Open Semifinal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X