For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ থেকে বাদ শ্যুটিং, ব্রিটেনের সেক্রেটারিকে চিঠি লিখলেন কিরেণ রিজিজু


 ২০২২-র কমনওয়েলথ গেমসে শ্যুটিং অন্তর্ভূক্ত করার আবেদন জানিয়ে ব্রিটেনের সেক্রেটারি (ক্রীড়া) নিকি মর্গ্যানকে চিঠি লিখলেন ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।

  • |
Google Oneindia Bengali News

২০২২-র কমনওয়েলথ গেমসে শ্যুটিং অন্তর্ভূক্ত করার আবেদন জানিয়ে ব্রিটেনের সেক্রেটারি (ক্রীড়া) নিকি মর্গ্যানকে চিঠি লিখলেন ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। ভারত যে বিষয়টি ভালোভাবে নিচ্ছে না, তাই ওই চিঠিতে স্পষ্টভাবে বুঝিয়েছেন রিজিজু।

১৯৭৪ সালের পর আবার

১৯৭৪ সালের পর আবার

১৯৭৪ সালের পর ফের কমনওয়েলথ গেমস থেকে শ্যুটিং ইভেন্ট বাদ দেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট লোউসি মার্টিন বলেছেন, শ্যুটিং বাধ্যতামূলক ক্রীড়ার মধ্যে পড়ে না।

আইওএ-র দাবি

আইওএ-র দাবি

কমনওয়েলথ গেমস ফেডারেশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ২০২২-র বার্মিংহাম কমনওয়েলথ গেমস বয়কট করার হুমকি দেয় তারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের হস্তক্ষেপ দাবি করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

 রিজিজুর তৎপরতা

রিজিজুর তৎপরতা

প্রথমে বিষয়টিতে সেভাবে নাক না গলালেও অবশেষে পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। ২০২২-র কমনওয়েলথ গেমসে শ্যুটিং অন্তর্ভূক্ত করার আবেদন জানিয়ে ব্রিটেনের সেক্রেটারি (ক্রীড়া) নিকি মর্গ্যানকে চিঠি লিখলেন তিনি। রিজিজু লিখেছেন, শ্যুটিং ভারতে যথেষ্ঠ জনপ্রিয় এবং ভারতীয়রা এই খেলায় বেশ দক্ষ। কমনওয়েলথ গেমস ফেডারেশনের সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ বলেই ব্রিটেনের সেক্রেটারি (ক্রীড়া) নিকি মর্গ্যানকে লিখেছেন রিজিজু।

 ১৬টি সোনা

১৬টি সোনা

চলতি বছর শ্যুটিং-র বিশ্বকাপ ইভেন্টে ১৬টি সোনা জেতে ভারত। তার সূত্র টেনে রিজিজু লিখেছেন, কমনওয়েলথ গেমসে শ্যুটিং অন্তর্ভূক্ত করলে ভারত বেশ কয়েকটি পদক পাবে।

English summary
Kiren Rijiju writes to UK Secretary for Shooting inclusion in CWG
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X