For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ১৬ বছর বয়সে এশিয়াডে সোনা জেতা সৌরভের সম্পর্কে জেনে নিন কিছু তথ্য

এশিয়ান গেমসে অভিষেকেই সোনা জিতলেন সৌরভ চৌধুরি।

Google Oneindia Bengali News

২০১৮ এশিয়ান গেমসে তৃতীয় সোনাটি এল ভারতের ঘরে। সোনা জিতলেন ১৬ বছর বয়সী সৌরভ চৌধুরি। ১০ মিটার এয়র পিস্তল ইভেন্টে সোনা জিতলেন সৌরভ চৌধুরি।

মাত্র ১৬ বছর বয়সে এশিয়াডে সোনা জেতা সৌরভের সম্পর্কে জেনে নিন কিছু তথ্য

এটাই সৌরভের প্রথম এশিয়ান গেমস। আর ২০১৮ এশিয়ান গেমসে নিজের অভিষেকেই ছাপ রেখে গেলেন এই শুটার। মাত্র ১৬ বছর বয়সে সোনা জিতেই বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। তরুণ এই প্রতিভাকে ঠিক মতো পরিচর্চা করলে তাঁর হাত ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টে যে ভারতের ঘরে সোনা আসতে চলেছে তা নিশ্চিত।

রেকর্ড ২৪০.৭ পয়েন্ট নিয়ে সোনা জিতেন সৌরভ। এশিয়ান গেমসের ইতািহাসে এটা রেকর্ড। শেষ শটে সোনা জেতার জন্য ১০.৩ পয়েন্ট প্রয়োজন ছিল সৌরভের। নিজের লক্ষ্য স্থির রেখে শেষ শটে ১০.৪ পয়েন্ট নিয়ে পোডিয়ামনের প্রথম স্থানে শেষ করেন সৌরভ।

মাত্র তিন বছর আগে শুটিংয়ে নিজের কেরিয়ার শুরু করেন সৌরভ চৌধুরি। যশপাল রানার তত্বাবধানে এবং কোচিংয়ে মাত্র তিন বছরেই এই সাফল্য পেলেন সৌরভ। এই বছরই রেকর্ড পয়েন্ট অর্জন করে জুনিয়র ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন সৌরভ।

এই ইভেন্টেই ব্রোঞ্জ পদক জেতেন আরও এক ভারতীয় শুটার অভিষেক বর্মা। ২৯ বছর বয়সী এই শুটার ২১৯.৩ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ নিশ্চিত করেন করেন।

এই ইভেন্টে রুপো জেতেন জাপানের তোমোয়ুকি মাতসুদা। ২৩৯.৭ পয়েন্ট নিয়ে পোডিয়ামের দ্বিতীয় স্থানে শেষ করেন এই তারকা শুটার।

English summary
In debut of Asian Games 16 years old saurabh Chaudhary has bagged gold.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X