For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৭-তেই বন্দুক নিশানায় লক্ষ, আর তাতে অব্যর্থ লক্ষ্যভেদ এবার কমনওয়েলথ গেমসে

শ্যুটিং-এর ক্ষুদে তারকা মেহুলি ঘোষকে জানুন, যিনি কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

একষট্টিতম জাতীয় শ্যুটিং-এর চ্যাম্পিয়নশিপে একাই আটটি স্বর্ণপদক জিতেছিলেন বাঙালি শ্যুটার মেহুলি ঘোষ। এরমধ্যে চারটি ছিল দলগত বিভাগে। আর বাকি চারটি ব্যক্তিগত।

১৭-তেই বন্দুক নিশানায় লক্ষ, আর তাতে অব্যর্থ লক্ষ্যভেদ এবার কমনওয়েলথ গেমসে

সেই চমক দেখানো পারফরম্য়ান্সে দেশের গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে যায়। আইএসএসএফ-এর বিশ্বকাপের এয়ার রাইফেলে দু'টি পদক পেয়েছিলেন মেহুলি ঘোষ। তবে মেহুলির পুরোটাই এরকম স্বপ্নের মতো নয়। মাত্র ১৪ বছর বয়সে যখন নিজের অ্যাকাডেমিতে অনুশীলন করছিলেন তখন তাঁর ছোঁড়া প্যালট থেকে আহত হয়েছিলেন এক দর্শক। এরপর মেহুলির উপরে নির্বাসন শাস্তি নেমে আসে। সেই সময় স্বাভাবিক জীবনে ফিরে আসতে কাউন্সিলিংও করাতে হয়েছিল তাঁকে।

এরপর জয়দীপ মুখোপাধ্যায়ের অ্যাকাডেমিতে ভর্তি হন মেহুলি। এই অ্যাকাডেমিতে যাতায়াত করতেই চার ঘণ্টা সময় লাগত। অনুশীল সেরে রাত সাড়ে এগারোটাতে বাড়ি ফিরতেন।

১৭-তেই বন্দুক নিশানায় লক্ষ, আর তাতে অব্যর্থ লক্ষ্যভেদ এবার কমনওয়েলথ গেমসে

তাঁর এই পরিশ্রম ধীরে ধীরে তাঁর অন্ধকার থেকে আলোয় ফিরতে সাহায্য করে। ২০১৪ থেকে কেরিয়ারগ্রাফ এগোতে থাকে মেহুলির। আইএসএসএফ বিশ্বকাপে নিজের আত্মপ্রকাশে দুটি ব্রোঞ্জ পান তিনি। সেই ধাপ পেরিয়ে এবার কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেলেন বাংলার মেয়ে মেহুলি।

English summary
Know the shooting pridigy Mehuli Ghosh, Who wins the silver medal in Commonwealth Games.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X