For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জকোভিচ, সারাপোভাকে প্রত্যাবর্তনের মন্ত্র দিয়েছিলেন কোবে ব্রায়ান্ট

জকোভিচ, সারাপোভাকে প্রত্যাবর্তনের মন্ত্র দিয়েছিলেন কোবে ব্রায়ান্ট

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত কোবে ব্রায়ান্ট। কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪১ বছরের এনবিএ তারকা। মেয়ের সঙ্গে বাস্কেটবল অ্যাকাডেমিতে যাচ্ছিলেন। ২৬ জানুয়ায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় লস অ্যাঞ্জেলসের অদূরে ক্যালোবাসেস পার্বত্য এলাকায় ব্রায়ান্টের হেলিকপ্টার ভেঙে পড়ে। খেলার দুনিয়ার এই কিংবদন্তির প্রয়াণে বিশ্ব জুড়ে আজ শোকের ছায়া। যারপর সোশ্যাল মিডিয়ায় ক্রীড়া দুনিয়ার কৃতিরা শোকবার্তা প্রকাশ করেছেন।

করন জোহর

করন জোহর

পরিচালক করন জোহর ৫০০ ও ১০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদীর মাস্টারস্ট্রোক দিয়েছেন বলে টুইট বার্তায় লিখেছেন করন জোহর।

কোবেকে ধন্যবাদ জানালেন জকোভিচ-সারাপোভা

এবার টেনিস দুনিয়ার দুই কিংবদন্তি নোভাক জকোভিচ ও মারিয়া সারাপোভা ব্রায়ান্টকে ধন্যবাদ জানালেন। কীভাবে ব্রায়ান্ট কঠিন সময় দুই খোলায়াড়কে ঘুরে দাঁডা়তে শিখিয়েছিলেন, টেনিস সার্টিকেই দুই সেরা খেলোয়াড় সেটাই জানিয়েছেন।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউড শহেনশা অমিতাভ বচ্চনও সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কয়েকদিন আগেই পিঙ্ক নামের একটি সিনেমা মুক্তি পেয়েছিল তার সঙ্গে তুলনা টেনে অমিতাভ লেখেন নতুন ২০০০ টাকার নোট গোলাপী রঙের। এটা পিঙ্ক ইফেক্ট বলেও বর্ননা করেন অমিতাভ।

জকোভিচের প্রত্যাবর্তন

জকোভিচের প্রত্যাবর্তন

২০১৭ থেকে ২০১৮ সালের মাঝে জকোভিচ চোট সমস্যায় জেরবার ছিলেন। বিশ্বরের ২ নম্বর টেনিস তারকার সেই সময় কুনুইয়ের চোট নোভাকের মনোবল ভেঙে দিয়েছিল। ২০১৭ সালে নোভাক টেনিস সার্কিটে নোভাক গ্ল্যান্ডস্ল্যামহীন ছিলেন, টানা ছয় বছর গ্র্যান্ডস্ল্যাম জয়ের পর ২০১৭ সালে এমন ঘটনা ঘটে। সেবছর মিয়ামি ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশ নোভাক বলেছিলেন, 'আমি চেষ্টা করছি। পরিশ্রমে কোনও ফাঁক না রাখলেও কোনওভাবেই যেন হচ্ছে না।'

পরবর্তী সময়ে ২০১৮ সালে পরিস্থিতি পাল্টায়। ২০১৮ সালে ইউম্বলডেন ও যুক্তরাষ্ট্র ওপেন জেতেন জকোভিচ। এই সাফল্যের পরই নোভাক বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্টকে ধন্যবাদ দিয়েছিলেন। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে খেলার মাঝে, কোবের মৃত্যু সংবাদ শুনে নোভাক টুইট করে লিখেছেন, 'কোবে দারুণ মেন্টর। আমার দারুণ বন্ধু ছিলেন। কোবে ও ওর ওর মেয়ে চিরদিনের জন্যে আমাদের হৃদয়ে থেকে থাকে। ওর পরিবারকে সমবেদনা জানাই।'

অজয় দেবগণ

অজয় দেবগণ

অভিনেতা অজয় দেবগণও এই সিদ্ধান্তকে নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোকের সঙ্গে তুলনা করেছেন।

জকোভিচ আরও যা বললেন

এখানেই না থেমে নোভাক আরও জানিয়েছেন, 'আমি সত্যিই ওর প্রতি কৃতজ্ঞ। কোবে শুধুমাত্র একজন বাস্কেটবল কিংবদন্তিই নয়, কোবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট।'

ঋষি কাপুর

ঋষি কাপুর

কালো টাকার রমরমা রুখতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরী ছিল।পাশাপশি এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদও জানান ঋষি কাপুর।

মারিয়া সারাপোভার মন্তব্য

নোভাকের মতো মারিয়া সারাপোভাও ব্রায়ান্টকে কৃতজ্ঞতা জানিয়েছেন। টুইটে সারাপোভা লিখেছেন, 'কোবে দারুণ একজন খেলোয়াড়। কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি সারাজীবন কোবের কাছে কৃতজ্ঞ থাকব।'

অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ

পরিচালক অনুরাগ কাশ্যপের মতে এই সিদ্ধান্তে সাময়িক ভাবে অনেক অসুবিধা হবে ঠিকই, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে।

রীতেশ দেশমুখ

রীতেশ দেশমুখ

অভিনেতা রীতেশ দেশমুখ টুইট করে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকে স্বাগত জানান।

দিয়া মির্জা

দিয়া মির্জা

অভিনেত্রী দিয়া মির্জাও টুইটে তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দিয়া মির্জা।

বিশাল দাদলানি

বিশাল দাদলানি

গায়ক বিশাল দাদলানির মতে কালো টাকার উপর নিয়ন্ত্রণ আনতে সরকারের যে প্রথম পদক্ষেপ নিয়ছে তা সঠিক। প্রতিটি রাজনৈতিক দলের টাকার উৎসও আরটিআই এর আওতায় নিয়ে আসার আর্জি জানান বিশাল।

English summary
Kobe Bryant Died: Novak Djokovic, Maria Sharapova share Kobe Bryant helped fight back from crises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X