For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবার আগে জীবন, খেলা আবার আসবে! অলিম্পিক স্থগিত নিয়ে মেরি কম ও সানিয়া মির্জা কী বললেন

সবার আগে জীবন, খেলা আবার আসবে! অলিম্পিক নিয়ে মেরি কম ও সানিয়া মির্জার প্রতিক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

চাপের মুখে পিছিয়ে গিয়েছে অলিম্পিক। জাপানের প্রধামন্ত্রী করোনার বিরুদ্ধে মোকাবিলা করে ২০২০ সালে টোকিওতে অলিম্পিক আয়োজনের কথা ভাবলেও শেষ পর্যন্ত মঙ্গলবার বিশ্বজুড়ে ভাইরাসের মহামারী পরিস্থিতি দেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জাপানে এবছর অলিম্পিক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রকের পক্ষ থেকেও সেই খবর ঘোষণা করা হয়। আইওসি'র এই সিদ্ধান্তকে এবার স্বাগত জানালেন মেরি কম।

অলিম্পিক নিয়ে মেরির প্রতিক্রিয়া

অলিম্পিক নিয়ে মেরির প্রতিক্রিয়া

কিংবদন্তি ভারতীয় মহিলা বক্সার অলিম্পিক পিছিয়ে যাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ' সবার আগে জীবন। জীবন থাকলে আবার খেলা যাবে। প্রতিযোগিতা যত বড়ই হোক, জীবনের আগে তার মূল্য কোনওদিন বড় হতে পারে না।'

মেরি আরও যা বললেন

মেরি আরও যা বললেন

মেরি আরও বলেন, 'বিশ্বের হাজার হাজার অ্যাথলিট অলিম্পিকের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু অ্যাথলিটদের জীবন সুরক্ষা ও নিরাপত্তা সবার আগে। জীবনের ঝুঁকি নিয়ে অলিম্পিকে অংশ নেওয়া কখনও বুদ্ধিমানের কাজ নয়।'

সানিয়া মির্জা যা বললেন

সানিয়া মির্জা যা বললেন

ভারতীয় মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা অলিম্পিক পিছিয়ে যাওয়া নিয়ে বলেছেন, 'অলিম্পিক পিছিয়ে গিয়েছে। একেবারে সঠিক সিদ্ধান্ত। মহামারী পরিস্থিতিতে এখন অলিম্পিকের যোগ্যতা অর্জন নিয়েও ভাবতে পারছি না।সবার আগে আমাদের করোনার বিরুদ্ধে মোকবিলা করা উচিত।'

কুস্তিগীর বজরং পুনিয়া

কুস্তিগীর বজরং পুনিয়া

ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, 'করোনার কারণে অ্যাথলিটরা নিয়ম করে সঠিক অনুশীলন করতে পারছিল না। পরিস্থিতি একেবারেই খোলার পরিপন্থী ছিল। মানসিকভাবেও সবাই বিপর্যস্ত। এই পরিবেশে অলিম্পিক পিছিয়ে যাওয়া একেবারে সঠিক সিদ্ধান্ত।'

English summary
Life always comes first, Mary Kom says postponing of olympics 2020 is right decision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X