For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবাইকে ছাপিয়ে শীর্ষে! বক্সিং রিং-এর রাণির মুকুটে আরও এক পালক, কোথায় থাকলেন অন্যান্যরা, দেখে নিন

ছয়বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী এমসি মেরি কম সর্বশেষ এআইবিএ বিশ্ব-ক্রমতালিকায় শীর্ষ স্থান পেলেন। 

  • |
Google Oneindia Bengali News

আরও এক পালক জুড়ল ভারতীয় বক্সিং রিং-এর রাণির মুকুটে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) প্রকাশিত আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক বিশ্বক্রমতালিকায় ফের একবার শীর্ষস্থান পেলেন ভারতের তারকা বক্সার এমসি মেরি কম। গত নভেম্বরে দিল্লিতে ৪৮ কেজি বিভাগে মোট ৬বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তিনি বক্সিং ইতিহাসের সর্বকালের সেরা মহিলা বক্সার হয়েছিলেন।

এআইবিএ-এর ক্রমতালিকায় ৪৮ কেজি বিভাগে মেরি ১৭০০ পয়েন্ট সংগ্রহ করেছেন। তবে মেরি কমের জন্য খারাপ খবর, ২০২০ টোকিও অলিম্পিকে, তাঁর পছন্দের ৪৮ কেজি বিভাগ থাকছে না। কাজেই তাঁকে অলিম্পিকে লড়তে হবে ৫১ কেজি বিভাগে।

অবশ্য শুধু একা মেরিই নন, ভারতীয় মহিলা বক্সারদের বেশ কয়েকজন সাম্প্রতিক তালিকায় উল্লেখযোগ্য স্থান পেয়েছেন।

পিঙ্কি রাণি জাঙরা (৫১ কেজি)

পিঙ্কি রাণি জাঙরা (৫১ কেজি)

৫১ কেজি বিভাগে অষ্টম স্থানে আছেন পিঙ্কি রাণি জাঙরা।

মণিশা মৌন (৫৪ কেজি)

মণিশা মৌন (৫৪ কেজি)

৫৪ কেজি বিভাগে পিঙ্কি র মতোই অষ্টম স্থান পেয়েছেন এশিয়ার রুপো জয়ী মণিশা মৌন।

সোনিয়া লাথের (৫৭ কেজি)

সোনিয়া লাথের (৫৭ কেজি)

৫৭ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রাক্তন রুপোজয়ী সোনিয়া লাথেরেরের ২০১৮ সালটা ভাল যায়নি। এশিয়াড গেমসে পদক পাননি তিনি। তবে এ সত্ত্বেও তিনি তাঁর বিভাগে দ্বিতীয় স্থানে আছেন।

সিমরণজিত কৌর (৬৪ কেজি)

সিমরণজিত কৌর (৬৪ কেজি)

বিশ্বচ্যাম্পিয়নশিপে ৬৪ কেজি বিভাগে ব্রোঞ্জজয়ী সিমরণজিত কৌর তাঁর বিভাগে চতুর্থ স্থান পেয়েছেন। আর এই বিভাগেই ১৬ নম্বর স্থানে আছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এল সরিতা দেবী।

লাভলিনা বোর্গোহাইন (৬৯ কেজি)

লাভলিনা বোর্গোহাইন (৬৯ কেজি)

৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জজয়ী লাভলিনা বোর্গোহাইন পেয়েছেন পঞ্চম স্থান।

পুরুষদের ক্রমতালিকা এখনও আপডেট করা হয়নি।

English summary
Six-time World Boxing Championships winner MC Mary Kom has become World No.1 in the latest AIBA rankings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X