For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেরি কমের প্রত্যাবর্তনের কাহিনী, সোনা জিতে নজির ভারতীয় বক্সিং তারকার

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুরন্ত মেরি কম, জিতে নিলেন সোনা

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

প্রত্যাশা পূরণ করলেন মেরি কম। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে-র ফাইনালে হারিয়ে দিলেন কোরিয়ান প্রতিপক্ষকে। পাঁচ বছর বাদে রিংয়ে দাপট দেখিয়ে সোনা জিতলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী।

মেরি কমের প্রত্যাবর্তনের কাহিনী, সোনা জিতে নজির

পাঁচবারের বিশ্বজয়ী মেরি দীর্ঘদিন বাদে রিংয়ে দুরন্ত মেরিকে দেখতে পাচ্ছে বক্সিং দুনিয়া। এবার এশিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে পাঁচবার সোনা জিতলেন তিনি। ২০১৪ এশিয়ান গেমসের পর আন্তর্জাতিক সার্কিটে ফের মেরির সোনা জয়। ৪৮ কেজি বিভাগে ৫-০ হারালেন কোরিয়ার কিম হায়াং মিকে।

৩৫ বছরের মেরি কম, রাজ্য সভার সাংসদ, অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ী, তিন সন্তানের মা। তারপরেও রিং ও সেখানে সাফল্যই মেরির সবচেয়ে বড় স্বপ্ন। ২০১২ সালে ৫১ কেজি বক্সিংয়ে সোনা জিতেছিলেন মেরি কম। তবে এবার জিতলে ৪৮ কেজি বিভাগে প্রথমবার সোনা জিতবেন ভারতের এই মহিলা বক্সার।

সেমিফাইনালে ভিয়েতনামের হো চি মিন সিটিতে তিনি হারিয়েছিলেন জাপানি প্রতিপক্ষকে। সউবা কোমুরাকে তিনি হারলেন ৫-০ ফলে। পুরো টুর্নামেন্টের মত এদিনও তিনি পুরোপুরি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতেই বাজিমাত করেন।

English summary
Mary Kom wins gold in Asian boxing championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X