For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোপিং রুখতে অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রাম চালু নাডা-র

চলতি বছর ভারতে ডোপিং-র ঘটনা বেড়ে যাওয়ায় ২০২০ টোকিও অলিম্পিকের আগে অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রাম চালু করল ন্যাশনাল অ্য়ান্টি ডোপিং এজেন্সি বা নাডা।

  • |
Google Oneindia Bengali News

চলতি বছর ভারতে ডোপিং-র ঘটনা বেড়ে যাওয়ায় ২০২০ টোকিও অলিম্পিকের আগে অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রাম চালু করল ন্যাশনাল অ্য়ান্টি ডোপিং এজেন্সি বা নাডা। এই কর্মসূচিতে দেশের অ্যাথলিটদের ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি নির্ধারিত টেস্টগুলি করানো হবে বলে জানানো হয়েছে।

ডোপিং রুখতে অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রাম চালু নাডা-র

বলিউড তারকা সুনীল শেট্টিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেছেছে দেশের ন্যাশনাল অ্য়ান্টি ডোপিং এজেন্সি বা নাডা। একই সঙ্গে তারা জানিয়েছে, চলতি বছর দেশের ১৫০ জন অ্যাথলিট ডোপিং-এর পরীক্ষায় অংশ নেননি। এর এক তৃতীয়াংশ স্থান বডি-বিল্ডাররা দখল করেছেন বলে নাডার তরফে জানানো হয়েছে। তবে নতুন কর্মসূচিতে দেশের প্রত্যেক অ্যাথলিটকে অংশ নিতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

২০২০ টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে সবার আগে ওই প্রতিযোগিতায় অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রামে অন্তর্ভূক্ত করা হবে। পরে জাতীয় ও রাজ্যস্তরের অ্যাথলিটদের ডোপ পরীক্ষা হবে বলে জানিয়েছে নাডা। তাদের বক্তব্য, এই নতুন পরীক্ষা অ্যথলিটদের সারা শরীর স্ক্যান করতে সক্ষম। কোনও ক্রীড়াবিদ নিষিদ্ধ ওষুধ নিলে তাঁর শরীরের প্যারামিটারে পরিবর্তন আসবে। অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রামের মাধ্যমে সেই পরিবর্তন ধরা সম্ভব বলে জানিয়েছে ন্যাশনাল অ্য়ান্টি ডোপিং এজেন্সি বা নাডা।

English summary
NADA introduce Athlete Biological Passport programme before 2020 Tokyo Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X