For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যু থেকে জীবনে ফেরার লড়াই, গল্প নয়, এ সত্যি , মোদীর ভাষণেও কানাডিয়ান স্কিয়ারের লড়াই

কানাডিয়ান স্নো বোর্ডার মার্ক মরিস তৃতীয় হলেও তার কৃতিত্ব সকলের মন ছুঁয়ে গেছে।
 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কানাডিয়ান স্নো বোর্ডার মার্ক মরিস যা করছেন তাতে তাঁকে কুর্নিশ জানাচ্ছে গোটা দুনিয়া। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে কুর্নিশ করছেন। তাঁর পরীক্ষা পে চর্চায় মার্ক মরিসের উদাহরণ তুলে এনেছেন মোদী।

মৃত্যু থেকে জীবনে ফেরার লড়াই, গল্প নয়, এ সত্যি , মোদীর ভাষণেও কানাডিয়ান স্কিয়ারের লড়াই

[আরও পড়ুন: বাদ পড়ে ভেঙে পড়েছিলেন রায়না, দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগে যা বললেন]

কোরিয়ার পিয়ংচ্যাঙে চলেছে উইন্টার অলিম্পিক্সের আসর। সেখানেই একের পর পারফরম্যান্স হচ্ছে যা বিশ্বকে মুগ্ধ করে দিচ্ছে। তবে কানাডিয়ান স্নো বোর্ডার মার্ক মরিস তৃতীয় হলেও তার কৃতিত্ব সকলের মন ছুঁয়ে গেছে। গত বছর দৌড়নোর সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক চোটের কবলে পড়েছিলেন তিনি। যখন তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর ১৭ টি হাড় ভাঙা ছিল, স্প্লিন ও ফুসফুস দুই ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকরা তাঁকে কোমা অবস্থায় পেয়েছিলেন। তাঁর চোয়াল, হাত , ফুসফুস ও স্প্লিনে অস্ত্রোপচার করতে হয়েছিল।

তাঁর যা অবস্থা ছিল তাতে তাঁর মাসখানেক হাসপাতালে থাকার কথা ছিল। কিন্তু অসম্ভব মানসিক জোরের অধিকারী এই স্নো বোর্ডার মাত্র ১২ দিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান। তিনি নিজের সেই সব দিনের স্মৃতিচারণা করে বলেছেন, 'ওঁরা একটা করে টিউব খুলে নিত আর আমি একটু করে সুস্থ হয়ে উঠতাম। ওঁরা অবাক হয়ে গিয়েছিল কী করে এত তাড়াতাড়ি আমি সেরে উঠছি। আমি মনে করতাম তরুণদের এরকম অদ্ভুত চোট হয়েই থাকে। '

এই চোট সারিয়ে উঠে স্লোপস্টাইলে -র স্নো বোর্ডিংয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেলেন তিনি। লড়াই তো নিশ্চয় হয় সর্বত্র তবে মৃত্যুর সঙ্গে লড়াই কর জীবনে ফেরার অনবদ্য এই লড়াই সকলকে মুগ্ধ করছে। এতই দুই লড়াইকে পাশাপাশি দিয়ে ছবি পোস্ট করেছেন কানাডিয়ান স্কি বোর্ডার।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Thank You Life🙏🏽❤️ <a href="https://t.co/TdHcIdWzqJ">pic.twitter.com/TdHcIdWzqJ</a></p>— Mark McMorris (@markmcmorris) <a href="https://twitter.com/markmcmorris/status/962895021375541248?ref_src=twsrc%5Etfw">February 12, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই লড়াইয়ের উদাহরণ তো নিশ্চিতভাবেই সকলকে দেওয়ার মতো। আর তাই ভারতের প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের মন থেকে ভয় দূর করার আসরে মার্ক মরিসের উদাহরণ তুলে ধরেছেন। মোদী বলেছেন মৃত্যুর কোল থেকে ফিরে কেউ যদি এই পারফরম্যান্স দিতে পারে তাহলে আমাদের দেশের ছেলেমেয়েদের মধ্যে কী খামতি আছে তাঁরা পারবেন না। তাঁর মতে যেকোনও লড়াইয়ের মূল রশদ মনোবল । আর ভারতীয় ছেলেমেয়েদের মধ্যে সেটাই ফেরানোর পরামর্শ মোদীর।

[আরও পড়ুন:নিয়মের জালে পাক হকি দলকে ভারতে খেলার অনুমতি, ক্রিকেটে এখনও না ][আরও পড়ুন:নিয়মের জালে পাক হকি দলকে ভারতে খেলার অনুমতি, ক্রিকেটে এখনও না ]

English summary
Narendra Modi gives example of Mark Moris fight, who won medal from winter Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X