For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বসন্ত নয়, ২০২১-র গ্রীষ্মেই হবে অলিম্পিক! তেমনই সংকেত আইওসি-র

বসন্ত নয়, ২০২১-র গ্রীষ্মেই হবে অলিম্পিক! তেমনই সংকেত আইওসি-র

  • |
Google Oneindia Bengali News

বসন্ত নয়, ২০২১-র গ্রীষ্মেই হবে বসবে স্থগিত হওয়া টোকিও অলিম্পিকের আসর। ইন্ট্যারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাপান সরকারের তরফে অন্তত তেমনই সংকেত দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কোন মাসে বসতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের আসর, তারও আভাস কিন্তু পাওয়া যাচ্ছে।

কবে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক

কবে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক

চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। ৯ অগাস্ট পর্যন্ত চালু থাকার কথা ছিল এই প্রতিযোগিতা। বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিটের এই ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল।

করোনার জেরে স্থগিত অলিম্পিক

করোনার জেরে স্থগিত অলিম্পিক

নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত হয়েছে বিশ্বের ২০০টি দেশ। বিশ্বব্যাপী মারণ ভাইরাসের বলি হয়েছেন তেত্রিশ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে অলিম্পিক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইওসি ও জাপান সরকার। ২০২১ সালে এই ইভেন্ট আয়োজন করা হবে বলেও জানানো হয়।

ঠিক হয় বসন্তে হবে অলিম্পিক

ঠিক হয় বসন্তে হবে অলিম্পিক

জাপান সরকারের সঙ্গে প্রাথমিক বৈঠকের পর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ঠিক করে যে ২০২১-র বসন্তে, টোকিও-তে বসবে অলিম্পিকের আসর। ওই ইভেন্টের নাম ২০২০ টোকিও অলিম্পিকই রাখা হবে বলে ঠিক করা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তনের চিন্তাভাবনা শুরু করেছে আইওসি। বসন্তের পরিবর্তে আগামী বছরের গ্রীষ্মে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া যজ্ঞের আসর বসবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

কোন মাসে হবে প্রতিযোগিতা

কোন মাসে হবে প্রতিযোগিতা

ঠিক কবে থেকে শুরু হবে অলিম্পিক, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনও এক সময়ে এই ইভেন্ট আয়োজন করা হতে পারে বলে সূত্রের খবর।

English summary
Olympics may hold on summer of 2021 instead of spring
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X