For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রোঞ্জ নিশ্চিত দুই কন্যার, সিন্ধু গর্জনে ডুবে গেল চিন, স্বপ্ন দেখাচ্ছেন সাইনাও

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুরন্ত পি ভি সিন্ধু,সাইনা নেহওয়াল এগিয়ে চলেছেন দুই ভারতীয় এই শাটলার

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল পৌঁছে গেলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। পাশাপাশি নিজের জন্য ব্রোঞ্জ নিশ্চিত করে নিলেন তিনি। স্কটল্যান্ডের গিলমোরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জিতলেন সাইনা। প্রথম গেমে এগিয়ে শুরু করেও হঠাৎই খেই হারিয়ে ফেলেছিলেন হায়দরাবাদী। কিন্তু তারপর আর কোনও ভুল না করে গেম পকেটে পুড়ে নেন ২১-১৯ এ।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাইনা

তবে দ্বিতীয় গেমে প্রতিপক্ষ গিলমোরের ক্ষিপ্রতার কাছে হার মানতে হয় ভারতীয় তারকাকে। স্কটল্যান্ডের কোনও শাটলার এই প্রথম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। কিন্তু দ্বিতীয় গেমে সাইনাকে ভালই নাকাল করেন তিনি। গেম পকেটে পুড়ে নেন ১৮-২১এ।

স্থানীয় গিলমোরের জন্য প্রচুর সমর্থন থাকলেও তৃতীয় গেমে সাইনার অভিজ্ঞতার কাছে হার মেনে নেন তিনি। এদিন গ্লাসগোতেও সাইনার জন্য প্রচুর সমর্থন ছিল। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে ২১-১৫ জিতে যান সাইনা।

সেমিতে সিন্ধু

রিও অলিম্পিক্সে রূপো জয়ী পি ভি সিন্ধু দুরন্ত ফর্মে থেকে পৌঁছে গেলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। বিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে পদক নিশ্চিত করে ফেললেন হায়দরাবাদী টেনিস তারকা।

মাত্র ৩৯ মিনিটের লড়াইতে চিনা প্রতিপক্ষকে প্যাকআপ করে দিলেন সিন্ধু। আর এর সঙ্গে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠে গেলেন পি ভি সিন্ধু। ২০১৩ ও ২০১৪ সালে বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন হায়দরাবাদি। শুক্রবার কোয়ার্টার ফাইনালে এমিরেটস এরিনায় বিশ্বের চার নম্বর সিন্ধু তুড়ি মেরে উড়িয়ে দিলেন বিশ্বের ছ ' নম্বর সুন ইউকে। এদিনের ম্যাচের ফল ২১-১৪, ২১-৯।

ভারতীয় তারকার ড্রপ শট, দুরন্ত স্ম্যাশে পর্যদুস্ত হয়ে যান সুন ইউ। সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ চিনেরই চেন ইউফেই। কোয়ার্টার ফাইনালে জিতে উচ্ছ্বসিত সিন্ধু বলেছেন, '‌আমি খুব খুশি নিজের পারফরমেন্সে। ও (‌সুন ইউ)‌ মোটেই সহজ প্লেয়ার নয়। কোর্টে নেমে চেয়েছি নিজের সেরাটা দিতে এবং সেটাই হয়েছে।'‌ এছাড়াও সিন্ধু আরও বলেছেন, '‌গতবার দুবাইয়ে ওর কাছেই হেরেছিলাম। আজও লড়াইটা সহজ ছিল না, এমনকি যখন এগিয়ে ছিলাম, তখনও না। প্রত্যেকটা পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আত্মবিশ্বাসকে প্রশ্রয় দিইনি ম্যাচ শেষ করার আগে পর্যন্ত। চেয়েছি ব্যবধান বজায় রাখতে।

এদিকে দুই ভারতীয় কন্যাই এদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেললেন। সমর্থক হিসেবে আর এর এক ধাপের লড়াই জিতে অল ইন্ডিয়ান ফাইনালের স্বপ্ন এখন থেকেই দেখছেন।

English summary
P V Sindhu, Saina Nehwal cruises in world championship's semis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X