For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়মের জালে পাক হকি দলকে ভারতে খেলার অনুমতি, ক্রিকেটে এখনও না

চারবারের হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের প্রতিযোগিতায় দল পাঠাবে কি না, সে বিষয়ে আশঙ্কা ছিল।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট মাঠে তাঁদের দ্বিপাক্ষিক সিরিজে এখনও না ভারত -পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কারণ নাকি দ্বিপাক্ষিক সিরিজ খেলা যাবে না দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে। ভারতের অভিযোগ পাকিস্তানের দিকে কারণ তারা নাকি ভারতে একের পর এক জঙ্গি হানায় মদত দেয়। পাশাপাশি বারবার সীমান্তে শান্তি উল্লঙ্ঘন করে আক্রমণও চালায় তারা।

নিয়মের জালে পাক হকি দলকে ভারতে খেলার অনুমতি, ক্রিকেটে এখনও না

এই কারণে দু দেশের মধ্যে মউ স্বাক্ষর হয়েও ক্রিকেট টুর্নামেন্ট শুরু করা যায়নি। কিন্তু হকি দলের ক্ষেত্রে সে নিয়ম খাটলো না। এ বছরের নভেম্বর-ডিসেম্বরে ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপ। সেখানে ভারতে খেলতে পাক হকি দলকে পাঠাবে বলে জানিয়েছে পাকিস্তান। ফলে ক্রিকেট সিরিজ দূরঅস্ত হলেও হকিতে ফের দু দেশের চিরপ্রতিদ্বন্দ্বিতা ফের একবার শিরোনাম ছিনিয়ে নেবে।

চারবারের হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের প্রতিযোগিতায় দল পাঠাবে কি না, সে বিষয়ে আশঙ্কা ছিল। তবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, ভারত সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়ে যাওয়ায় পাকিস্তানের হকি দল ভারতে আসবে।

আইওসি সভাপতি নরিন্দর বাত্রা জানিয়েছেন, ১৬টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে, তাদের মধ্যে রয়েছে পাকিস্তানও। ভারত সরকার, ক্রীড়া ও বিদেশ মন্ত্রক পাকিস্তান হকি দলকে ভারতে এলে বিশ্বকাপের অংশগ্রহণ করার ছাড়পত্র দিয়েছে। তাই পাকিস্তানের ভারতে আসতে আর কোনও বাধা রইল না। হকি বিশ্বকাপ আন্তর্জাতিক প্রতিযোগিতা। তাই কোনও দেশ যদি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাদের বাধা দেওয়া যায় না।

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে হকি বিশ্বকাপ। ভারতে এর আগে শেষবার হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে।

তবে এই টুর্নামেন্টে নিয়মের ধারায় পাক হকি দল খেলতে আসা কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাবনাকে প্রভাবিত করতে পারে কিনা সেটাই দেখার। দু দেশেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক এক জায়গায় আর ক্রীড়াক্ষেত্র আলাদ জায়গা। ফলে এটা ভেবে দেখার সেখানে কী যে ডেডলক জারি সেটাই জারি থাকবে।

English summary
Pakistan will send their hockey team in India to participate in World Cup, but in cricket it's still a big no.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X