For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইনা-সিন্ধুর পর এবার চায়না ওপেন থেকে বিদায় কাশ্যপের

চায়না ওপেনে ভারতের একের পর এক খারাপ দিন। টুর্নামেন্ট শুরু আগেই ছেলেদের সিঙ্গলস নাম তুলে নিয়েছিলেন কিদাম্বী শ্রীকান্ত। এরপর টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নেন সিন্ধু-সানিয়া।

  • |
Google Oneindia Bengali News

চায়না ওপেনে ভারতের একের পর এক খারাপ দিন। টুর্নামেন্ট শুরু আগেই ছেলেদের সিঙ্গলস থেকে নাম তুলে নিয়েছিলেন কিদাম্বী শ্রীকান্ত। এরপর টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নেন সিন্ধু-সানিয়া। মেয়েদের সিঙ্গলসে নিজেদের বিভাগে দুজনেই ম্যাচ হেরেছেন। এবার ছেলেদের সিঙ্গলসে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন পারুপল্লী কাশ্যপ। ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট গেমে হেরে বসলেন কাশ্যপ।

সাইনা-সিন্ধুর পর এবার চায়না ওপেন থেকে এবার বিদায় কাশ্যপের

ম্যাচে টুর্নামেন্টের সপ্তম বাছাই অ্যাক্সেলসেনের সামনে কোনও প্রতিরোধ তৈরি করতে পারেননি কাশ্যপ। ছেলেদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৪৩ মিনিটের লড়াই শেষে ভারতীয় শাটলার ম্যাচ হারলেন ১৩-২১, ১৯-২১ ব্যবধানে। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় বার ডেনমার্কের অ্যাক্সেলসেনের কাছে হেরে বসলেন কাশ্যপ। এর আগে ২০১৪-র কমনওয়েলথ চ্যাম্পিয়ন কাশ্যপ ইন্ডিয়া ওপেন ও কোরিয়া ওপেনের সেমিফাইনাল খেলেছেন।

প্রসঙ্গত চায়না ওপেনে সিন্ধু-সানিয়ারা যখন প্রথম রাউন্ড থেকে ছিটকে যান, তখন প্রথম ম্যাচে থাম্মাসিন সিত্থিকোমকে হারিয়ে ভারতের হয়ে আশা জাগিয়ে রেখেছিলেন কাশ্যপ। দ্বিতীয় রাউন্ডে অবশ্য লড়াইয়ে দাঁড়াতেই পারলেন না তিনি। প্রথম গেমে ১৩-২১ ব্যবধানে হেরে বসেন। এরপর দ্বিতীয় গেমে দারুণ প্রত্যাঘাত দেন।হাড্ডাহাড্ডি ম্যাচ হলেও ভারতের পক্ষে শেষরক্ষা হয়নি। কাশ্যপ দ্বিতীয় গেম হারেন ১৯-২১ ব্য়বধানে।

English summary
Parupalli Kashyap crashes out from 2nd round of China Open
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X