For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোরিয়া ওপেনের সেমি ফাইনালে ভারতের পারুপল্লী কাশ্য়পের হার

কোরিয়া ওপেনে শেষ আশাও শেষ হল ভারতের। টুর্নামেন্টের সেমি ফাইনালে বিশ্বের এক নম্বর শাটলার জাপানের কেনটো মোমোটার কেছে হেরে গেলেন পারুপল্লী কাশ্যপ।

  • |
Google Oneindia Bengali News

কোরিয়া ওপেনে শেষ আশাও শেষ হল ভারতের। টুর্নামেন্টের সেমি ফাইনালে বিশ্বের এক নম্বর শাটলার জাপানের কেনটো মোমোটার কেছে হেরে গেলেন পারুপল্লী কাশ্যপ। ৪০ মিনিটের এই ম্যাচে ভারতীয় শাটলারকে স্ট্রেট গেমে হারান জাপানি প্রতিপক্ষ।

সুলতান

সুলতান

সুলতান সিনেমাটি বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছে। তবে সিনেমা মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েন সলমন খান। প্রোমোশনে এসে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই সিনেমায় এত খাটতে হয়েছে যে দিনের শেষ নিজেকে ধর্ষিত মনে হতো। এই ঘটনার পরই প্রবল বিতর্ক তৈরি হয়।

প্রথম গেম

প্রথম গেম

শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত স্পিরিট ধরে রাখতে পারেননি ভারতীয় শাটলার পারুপল্লী কাশ্যপ। প্রথম গেমে এক সময় ১৮-১০ পয়েন্টে এগিয়ে যান বিশ্বের এক নম্বর তারকা কেনটো মোমোটা। সেখান থেকে ওই গেমে আর ফিরতে পারেননি ৩৩ বছরের হায়দরাবাদি শাটলার। ২১-১৩ পয়েন্টে প্রথম গেম জিতে নেন জাপানি তারকা।

উড়তা পাঞ্জাব

উড়তা পাঞ্জাব

পাঞ্জাবের ড্রাগস পাচারের উপরে তৈরি এই সিনেমাটি মুক্তির আগেই প্রবল বিতর্কের মুখে পড়ে। সেন্সর বোর্ড এর অনেকগুলি দৃশ্য কেটে দেয়। যা নিয়ে আদালতে যান প্রযোজকেরা। পরে অবশ্য নামমাত্র কাট করার পরই মুক্তি পায় সিনেমাটি।

দ্বিতীয় গেম

দ্বিতীয় গেম

দ্বিতীয় গেমে বাঁ-হাতি কেনটো মোমোটা এক সময় ৭-২ পয়েন্টে এগিয়ে যান। পারুপল্লী কাশ্যপ ফিরে আসার লড়াই করলেও শেষ পর্যন্ত পারেননি। দ্বিতীয় গেম ২১-১৫ পয়েন্টে হারেন ভারতীয় শাটলার।

দিলওয়ালে

দিলওয়ালে

দিলওয়ালে মুক্তির আগে নিজের জন্মদিনে ভারতে বেড়ে চলা অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুলেছিলেন শাহরুখ। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়।

কাশ্যপের প্রতিক্রিয়া

কাশ্যপের প্রতিক্রিয়া

কোরিয়া ওপেনের সেমি ফাইনালে হারের পর জাপানি প্রতিপক্ষ কেলটো মোমোটাকে ফুল মার্কস দিয়েছেন ভারতের পারুপল্লী কাশ্যপ। স্বীকার করেছেন, বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে তিনি নিজের সেরাটা দিতে পারেননি।

বাজিরাও মস্তানি

বাজিরাও মস্তানি

বাজিরাও মস্তানির গান 'পিঙ্গা' মুক্তি পাওয়ার পরই বিতর্ক তৈরি হয়। বাজিরাওয়ের পরিবার নানা কিছু নিয়ে আপত্তি তুলে সমালোচনা করে পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

হিন্দু ভাবাবেগে সিনেমার নামটি ধাক্কা দিচ্ছে, ফলে নাম বদলের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল সলমনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

গোলিও কি রাসলীলা রাম-লীলা

গোলিও কি রাসলীলা রাম-লীলা

প্রথমে সিনেমার নাম ছিল রামলীলা। পরে তা নিয়ে মামলা হওয়ায় নাম বদলে হয় 'গোলিও কি রাসলীলা রাম-লীলা'।

পিকে

পিকে

হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল সিনেমাটি নিয়ে বিক্ষোভ দেখায়। যদিও সব কিছুকে ছাপিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল ছবির তালিকায় একেবারে উপরে রয়েছে এই ছবি।

ওএমজি

ওএমজি

ধর্মীয় উসকানির অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহীর ফিল্ম বোর্ড সিনেমাটি ব্যান করে দেয়। ফলে ৪ কোটি টাকা ক্ষতি হয় প্রযোজক সংস্থার।

মাদ্রাজ কাফে

মাদ্রাজ কাফে

সিনেমায় এলটিটিই ক্যাডারদের জঙ্গি হিসাবে দেখানো হয়েছে, ফলে সিনেমাটি তামিল বিরোধী বলে একটি গোষ্ঠী বিক্ষোভ দেখায়।

এমএসজি

এমএসজি

সিনেমায় অভিনয় করা রাম রহিমকে নিয়ে তীব্র বিতর্ক হয়। প্রথমে সিনেমাটি ব্যান করে দেওয়া হলেও পরে ২০১৫ সালে এটি মুক্তি পায়।

English summary
Parupalli Kashyap lost Kento Momota in Korea Open Semi Final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X