For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিবিএল ২০১৮-১৯: প্রথম ম্যাচেই সিন্ধু-মারিন! দেখে নিন লিগের সম্পূর্ণ সময়সূচি

২২ ডিসেম্বরে পিভি সিন্ধু ও ক্যারোলিনা মারিন সংঘর্ষ দিয়ে শুরু হবে পিবিএল ২০১৮-১৯। দেখে নিন লিগের সম্পূর্ণ সময়সূচী।
 

  • |
Google Oneindia Bengali News

আগামী ২২ ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে প্রো ব্য়াডমিন্টন লিগ (পিবিএল) ২০১৮-১৯। পিবিএল-এর চতুর্থ মরসুমের প্রথম দিনই ধুন্ধুমার লডা়ই হাদরাবাদ হান্টার্স ও মুম্বই রকেটস-এর মধ্যে। ফলে প্রথমেই ন্যাশনাল স্পোর্টস ক্লাব অব ইন্ডিয়ায় দেখা যাবে বহু পরিচিত পিভি সিন্ধু ক্যারোলিনা মারিন-এর লড়াই।

খেলা হবে মোট ৫টি শহরে। ২৪ ডিসেম্বর থেকে মুম্বই থেকে লিগ স্থানান্তরিত হবে হায়দরাবাদে। সেখান থেকে ২৯ ডিসেম্বর টুর্নামেন্ট পা রাখবে পুনেতে। ২ জানুয়ারি ২০১৯ থেকে খেলা শুরু হবে আহমেদাবাদে। ৭ জানুয়ারি থেকে পিবিএল-এর খেলা ঢুকবে শেষ শহর বেঙ্গালুরুতে। এই শহরেই হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

উদ্বোধনী ম্যাচ নিয়ে পিভি সিন্ধু

উদ্বোধনী ম্যাচ নিয়ে পিভি সিন্ধু

প্রথম ম্যাচেই পুরনো প্রতিদ্বন্দ্বী মারিনের মুখোমুখি হবেন পিভি সিন্ধু। তিনি জানিয়েছেন মারিনের মুখোমুখি হওয়াটা তাঁর কাছে সবময়ই চ্য়ালেঞ্জিং। আর এইবার নিজের শহরের প্রতিনিধিত্ব করতে পারায় ম্য়াচটি তাঁর কাছে আরই স্পেশাল হয়ে উঠেছে। মনে রাকার মতো একটি ম্যাচ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

উদ্বোধনী ম্যাচ নিয়ে মারিন

উদ্বোধনী ম্যাচ নিয়ে মারিন

২০১৭ সালে হায়দরাবাদ হান্টার্সদের চ্যাম্পিয়ন করেছিলেন ২০১৬-র অলিম্পিক চ্যাম্পিয়ন। তবে প্রথম ম্যাচে তাঁর পুরনো দলের মুখোমুখি হতে কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছেন তিনি। এখন তিনি পুনের খেলোাড়। তাই পুনে হয়েই ১০০ শতাংশদেবেন তিনি। সিন্ধু এবং তিনি দুজনেই জিততে চাইবেন, তাই ম্যাচটি জমজমাট হবে বলে আশা করছেন স্প্যানিশষ শাটলারও।

নতুন ১ দল, নতুন ২ শহর

নতুন ১ দল, নতুন ২ শহর

ব্য়াডমিন্টন আসোসিয়েশন অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে ব্য়ামিন্টনকে সারা ভারতব্যপি ছড়িয়ে দেওযাটাই তাদের ও পিবিএল-এর লয। তাই এইবার এই প্রতিযোগিতার চতুর্থ সংস্করণে পুনে থেকে একটি নতুন দল সংযুক্ত হয়েছে। এছাড়া এবারই প্রথম পিবিএল-এর খেলা হবে দুটি নতুন শহর - আহমেদাবাদ ও পুনেতে।

পিবিএল-এর সম্পূর্ণ সূচি

পিবিএল-এর সম্পূর্ণ সূচি

২২ ডিসেম্বর, হায়দ্রাবাদ হান্টার্স বনাম পুনে ৭ এসেস, সন্ধ্যা ৭টা, মুম্বই

২৩ ডিসেম্বর, মুম্বই রকেটস বনাম দিল্লি ড্যাশার্স, বিকেল ৪টে, মুম্বই

২৩ ডিসেম্বর, আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স বনাম নর্থইস্টার্ন ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা, মুম্বই

২৪ ডিসেম্বর, পুনে ৭ এসেস বনাম আওয়াধে ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা, মুম্বই

২৫ ডিসেম্বর, হায়দ্রাবাদ হান্টার্স বনাম চেন্নাই স্ম্যাশার্স, সন্ধ্যা ৭টা, হায়দরাবাদ

২৬ ডিসেম্বর, দিল্লি ড্যাশার্স বনাম আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স, সন্ধ্যা ৭টা, হায়দরাবাদ

২৭ ডিসেম্বর, নর্থইস্টার্ন ওয়ারিয়র্স বনাম মুম্বই রকেটস, সন্ধ্যা ৭টা, হায়দরাবাদ

২৮ ডিসেম্বর, আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স বনাম বেঙ্গালুরু র‌্যাপ্টর্স, বিকেল ৪টে, হায়দরাবাদ

২৮ ডিসেম্বর, হায়দ্রাবাদ হান্টার্স বনাম আওয়াধে ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা, হায়দরাবাদ

২৯ ডিসেম্বর, পুনে ৭ এসেস বনাম মুম্বই রকেটস, বিকেল ৪টে, পুনে

২৯ ডিসেম্বর, নর্থইস্টার্ন ওয়ারিয়র্স বনাম দিল্লি ড্যাশার্স, সন্ধ্যা ৭টা, পুনে

৩০ ডিসেম্বর, আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স বনাম চেন্নাই স্ম্যাশার্স, বিকেল ৪টে, পুনে

৩০ ডিসেম্বর, পুনে ৭ এসেস বনাম বেঙ্গালুরু র‌্যাপ্টর্স, সন্ধ্যা ৭টা, পুনে

৩১ ডিসেম্বর, আওয়াধে ওয়ারিয়র্স বনাম মুম্বই রকেটস, সন্ধ্যা ৭টা, পুনে

১ জানুয়ারি, হায়দ্রাবাদ হান্টার্স বনাম নর্থইস্টার্ন ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা, পুনে

২ জানুয়ারি, দিল্লি ড্যাশার্স বনাম বেঙ্গালুরু র‌্যাপ্টর্স, সন্ধ্যা ৭টা, আহমেদাবাদ

৩ জানুয়ারি, পুনে ৭ এসেস বনাম চেন্নাই স্ম্যাশার্স, সন্ধ্যা ৭টা, আহমেদাবাদ

৪ জানুয়ারি, আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স বনাম আওয়াধে ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা, আহমেদাবাদ


৫ জানুয়ারি, মুম্বই রকেটস বনাম চেন্নাই স্ম্যাশার্স, বিকেল ৪টে, আহমেদাবাদ

৫ জানুয়ারি, বেঙ্গালুরু র‌্যাপ্টর্স বনাম নর্থইস্টার্ন ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা, আহমেদাবাদ

৬ জানুয়ারি, দিল্লি ড্যাশার্স বনাম পুনে ৭ এসেস, বিকেল ৪টে, আহমেদাবাদ

৬ জানুয়ারি, আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স বনাম হায়দ্রাবাদ হান্টার্স, সন্ধ্যা ৭টা, আহমেদাবাদ

৭ জানুয়ারি, আওয়াধে ওয়ারিয়র্স বনাম চেন্নাই স্ম্যাশার্স, সন্ধ্যা ৭টা, বেঙ্গালুরু

৮ জানুয়ারি, বেঙ্গালুরু র‌্যাপ্টর্স বনাম মুম্বই রকেটস, সন্ধ্যা ৭টা, বেঙ্গালুরু

৯ জানুয়ারি, হায়দ্রাবাদ হান্টার্স বনাম দিল্লি ড্যাশার্স, বিকেল ৪টে, বেঙ্গালুরু

৯ জানুয়ারি, আওয়াধে ওয়ারিয়র্স বনাম নর্থইস্টার্ন ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা, বেঙ্গালুরু

১০ জানুয়ারি, বেঙ্গালুরু র‌্যাপ্টর্স বনাম চেন্নাই স্ম্যাশার্স, সন্ধ্যা ৭টা, বেঙ্গালুরু

১১ জানুয়ারি, সেমিফাইনাল ১, সন্ধ্যা ৭টা, বেঙ্গালুরু

১২ জানুয়ারি, সেমিফাইনাল ২, সন্ধ্যা ৭টা, বেঙ্গালুরু

১৩ জানুয়ারি, ফাইনাল, সন্ধ্যা ৭টা, বেঙ্গালুরু

English summary
PBL 2018-19 will begin with PV Sindhu and Carolina Marin clash on 22 December. Here is the full schedule of the league.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X