For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিবিএল নিলাম ২০১৮: সিন্ধু পেলেন সেরা দর, প্রথম রাউন্ডে কেউ কিনল না সাইনাকে

সোমবার (৮ অক্টোবর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ (পিবিএল) ২০১৮-এর নিলামে সিন্ধু, মারিন, শ্রীকান্ত ও সাইনার মতো শীর্ষ ব্যাডমিন্টন তারকাই বড় অর্থ উপার্জন করলেন।

Google Oneindia Bengali News

সোমবার নয়াদিল্লিতে হয়ে গেল প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ ২০১৮-এর নিলাম। প্রত্যাশা মতোই পিভি সিন্ধু, ক্যারোলিনা মারিন, কিদম্বি শ্রীকান্তের মতো ব্যাডমিন্টনের বিশ্বতারকারাই সবচেয়ে বেশি দাম পেলেন। মোট ২৩টি দেশের ১৪৫ জন খেলোয়াড়ের নাম উঠল পিবিএল-এর চতুর্থবারের নিলামে।

পিবিএল নিলাম ২০১৮, প্রথম রাউন্ডে কেউ কিনল না সাইনাকে

ভারতীয় খেলোয়াড়দের মধ্যে পিভি সিন্ধুকে ৮০ লক্ষ টাকায় তুলে নিল চ্যাম্পিয়ন হায়দরাবাদ হান্টার্স। তবে এদিনে নিলামের সেরা চমক ছিল প্রথম রাউন্ডে আরেক ভারতীয় তারকা সাইনা নেহওয়ালের অবিক্রিত থেকে যাওয়া। সম্ভবত তিনি আগে ভাগে ডিসেম্বরে বিয়ের কথা ঘোষণা করায় তাঁকে টুর্নামেন্টে কতটা পাওয়া যাবে সেই কথা ভেবেই তাঁকে নেয়নি ফ্র্যাঞ্জাইজিরা।

২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে পিবিএল। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। কিন্তু সাইনা ও পারুপল্লি কাশ্যপ বিয়ে করছেন ১৬ ডিসেম্বর। অবশ্য প্রথম রাউন্ডের নিলামের পরই সাইনা স্পষ্ট করে দেন, বিয়ের জন্য তাঁর খেলা আটকাবে না। এরপরই নর্থ ইস্টার্ন শাটলার্স তাঁকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নেয়। কাশ্যপ অবশ্য পেলেন ৫ লক্ষ। তাঁকে নিয়েছে চেন্নাই স্ম্যাশার্স।

ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আর যাঁরা যাঁরা ৮০ লক্ষের মাত্রা ছুঁয়েছেন তাঁরা হলেন কিদম্বি শ্রীকান্ত ও এইচএস প্রণয়। শ্রীকান্ত থাকছেন বেঙ্গালুরু র্যাপটর্স দলে আর প্রণয় খেলবেন দিল্লি ড্যাশার্স-এর হয়ে।

বিদেশী তারকাদের মধ্যে ৭০ লক্ষ দর পেলেন অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন। নিলামে তাঁকে দলে নিয়েছে এবারেই প্রথম পিবিএল-এ পা রাখা ফ্র্যাঞ্চাইজি ৭ এসেস পুনে। এছাড়া ডেনমার্কের খেলোয়াড়, বর্তমানে বিশ্বের ৩ নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনের দর উঠল ৮০ লক্ষ টাকা। তিনি খেলবেন আহমেদাবাদ স্ম্যাশমাস্টার্স-এর হয়ে। দক্ষিন কোরিয় সুং জি হুন ও লি ইয়ং দে-কে নিয়েছে চেন্নাই স্ম্যাশার্স। সুং জি হুন-এরও ৮০ লক্ষ টাকা দর উঠল।

ভারতের ১৮ বছরের তরুণ ডাবলস স্পেশালিস্ট সাত্বিকসাইরাজ রানকিরেড্ডিকে নিয়ে নিলামে বেশ টানা হ্যাঁচড়া হয়। শেষ পর্যন্ত ৫২ লক্ষ টাকায় তাকে কিনে নেয় আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স। আরেক তরুণ তারকা সৌরভ ভার্মাও ১৬ লক্ষ টাকায় গেলেন এই ফ্র্যাঞ্চাইজিতে। আর বিস্ময় প্রতিভা লক্ষ্য সেনকে ১১ লক্ষ টাকায় কিনল ৭ এসেস পুনে।

নিলাম শুরুর আগে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া-র প্রেসিডেন্ট তথা পিবিএল-এর চেয়াম্যান হিমান্ত বিশ্ব শর্মা জানান, পিবিএল নিয়ে ব্যাডমিন্টন দুনিয়ায় ক্রমেই আগ্রহ বাড়ছে। অল্প সময়েই এই টুর্নামেন্ট একটা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠেছে। আর এই বছর আরও তারকাদের যোগদানে প্রতিযোগিতার মান আরও বাড়বে।

English summary
Top badminton stars like Sindhu, Marin, Srikanth, and Saina have made big money in the Premier Badminton League (PBL) Auction 2018 held in New Delhi on Monday (October 8).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X