For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) গ্লাসগোয় কমনওয়েলথ গেমস-এ তৃতীয় দিনে ভারত

Google Oneindia Bengali News

গ্লাসগো, ২৬ জুলাই: তৃতীয় দিনেও পদক জয় অব্যাহত ভারতের। গ্লাসগোয় শুক্রবার কমনওয়েলথ গেমসে আরও ৩টি পদক পেল ভারত। অভিনব বিন্দ্রা পেলেন সোনার পদক। ১০ মিটার এয়ার রাইফেলে অভিনব পেলেন সোনা। কমনওয়েলথ গেমসে অভিষেকেই ১০ মিটার এয়ার পিস্তলে রূপো জিতলেন ১৬ বছরের মালাইকা গোয়েল। এদিকে সঞ্জিতা খুমুকচামে ও সুখেন দে-র পর অন্ধ্রের ২০ বছরের সন্তোষীও ভার উত্তোলনে পদক জিতলেন। তবে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন।

শুক্রবার গ্লাসগোয় কমওয়েলথ গেমস-এর কিছু টুকরো ছবি।

পদকজয়ীরা

পদকজয়ীরা

১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অভিনব বিন্দ্রা।ওই বিভাগে রুপো জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ বাকি। ব্রোঞ্জ জিতেছেন ইংল্যান্ডের ড্যানিয়েল রিভারস।

সোনার ছেলে

সোনার ছেলে

হয়তো এবারেই শে, বার কমনওয়েলথ গেমসে খেলছেন অভিনব বিন্দ্রা। তবু যাওয়ার আগে ভারতকে সোনা জিতিয়ে গেলেন সোনার ছেলে।

মনোনিবেশ

মনোনিবেশ

শুটিংয়ে মনোনিবেশ অভিনব বিন্দ্রার।

হতাশ হীনা

হতাশ হীনা

ভারতের হীনা সিধু ফাইনালে গেলেও কোনও পদক পাননি।

দাবাঙ্গ কন্যা

দাবাঙ্গ কন্যা

১০ মিটার এয়ার পিস্তল শুটিং চলাকালীন ১৬ বছরের মালাইকা গোয়েল।

মালাইকা গোয়েল

মালাইকা গোয়েল

১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রূপো পেলেন মালাইকা।

ভারোত্তলেন ব্রোঞ্জ।

ভারোত্তলেন ব্রোঞ্জ।

অন্ধ্রের ২০ বছরের সন্তোষী মাৎসা ভার উত্তোলনে ব্রোঞ্জ পদক জিতলেন

English summary
PHOTOS: India at CWG 2014 on day 3 (July 25)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X