For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানবিক সিন্ধু, করোনা লকডাউনে অতিপ্রয়োজনীয় চাল-ডাল দিয়ে সাহায্য ব্যাডমিন্টন তারকার

মানবিক সিন্ধু, করোনা লকডাউনে অতিপ্রয়োজনীয় চাল-ডাল দিয়ে সাহায্য ব্যাডমিন্টন তারকার

  • |
Google Oneindia Bengali News

দেশের করোনা লড়াইয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবার হায়দরাবাদের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে এসে প্রয়োজনীয় জিনিসপত্র বণ্টন করলেন ভারতীয় ব্যাডমিন্টনের রানি পি ভি সিন্ধু।

অতিপ্রয়োজনীয় চাল-ডাল দিয়ে সাহায্য সিন্ধুর

অতিপ্রয়োজনীয় চাল-ডাল দিয়ে সাহায্য সিন্ধুর

অলিম্পিকের রূপো জয়ী ভারতীয় শাটলার মুখে মাস্ক পরে হায়দরাবাদের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে এসে আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের চাল, ডাল ও অতিপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করেন।

করোনা রুখতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি

করোনা রুখতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি

করোনা লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গরীব মানুষদের কাছে অতিপ্রয়োজনীয় চাল-ডাল লকডাউনের এই কঠিন সময়ে সাহায্য করবে বলে মনে করছেন সিন্ধু। সেই সঙ্গে দেশের সকল নাগরিকদের প্রশাসনের নিয়ম মেনে করোনা লড়াইয়ে সাহায্য করার জন্য অনুরোধ করেছেন সিন্ধু।

করোনার বিরুদ্ধে লড়াই নিয়ে সিন্ধুর বার্তা

করোনার বিরুদ্ধে লড়াই নিয়ে সিন্ধুর বার্তা

সিন্ধু বলেন,'দেশ এখন চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে নিয়ম নেমে আমরা সকলে সামাজিক দূরত্ব বজায় রাখলে, হাত ধুয়ে পরিষ্কার রাখলে এবং সবচেয়ে বড় লকডাউন মেনে সরকারকে করোনা লড়াইয়ে সাহায্য করলে সহজেই ভাইরাসের সংক্রমণ থেকে দেশকে বাঁচাতে পারব। এক্ষেত্রে দেশবাসীদের মিলিত হয়ে টিম হিসেবে কাজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায়ে রেখে মানসিকভাবে সবাই একজোট হয়ে ঘরে বন্দি থেকে করোনার বিরুদ্ধে লড়াই করুন।'

মাস্ক পড়ুন অনুরোধ সিন্ধুর

মাস্ক পড়ুন অনুরোধ সিন্ধুর

শুধু তাই নয় ঘর থেকে প্রয়োজনীয় জিনিস, খাদ্যের যোগানের জন্য বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেছেন সিন্ধু। সরকারের নির্দেশ মতো দেশের প্রত্যেক নাগরিককে মাস্ক ব্যবহার আবশ্যক করা উচিত বলে সিন্ধু মনে করেন।

গৃহবন্দি সিন্ধু

গৃহবন্দি সিন্ধু

উল্লেখ্য অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলে দেশে ফেরার পরে সিন্ধু ১৪ দিন নিজেকে গৃহ পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলেন। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জাপানের নাজমি ওকোহারার কাছে সিন্ধু হেরে বসেন। বাড়ি ফিরে এরপর লকডাউনের সময় তিনি ঘরেই কাটিয়েছেন।

করোনার রক্তচক্ষু উপেক্ষা করে, ফুটবল ম্যাচে গ্যালারি ভরালেন হাজারের বেশি দর্শককরোনার রক্তচক্ষু উপেক্ষা করে, ফুটবল ম্যাচে গ্যালারি ভরালেন হাজারের বেশি দর্শক

English summary
PV Sindhu distributes relief materials to needy people during CoronaVirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X