For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু, লক্ষ্য সেনের হার

অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু, লক্ষ্য সেনের হার

  • |
Google Oneindia Bengali News

অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু। সেই খুশির খবরের মধ্যেও রয়েছে হতাশা। কারণ অন্যদিকে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতের ওপর শাটলার লক্ষ্য সেন। অল ইংল্যান্ডে ভারতের আশা জিইয়ে রাখার ভার এখন হায়দরাবাদি কন্যার ওপরেই।

প্রতিপক্ষ

প্রতিপক্ষ

অল ইংল্যান্ড ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার জি হায়ুন সাং-র বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের পিভি সিন্ধু। বিশ্বের ছয় নম্বর ভারতীয় শাটলারের সঙ্গে এগারো নম্বরের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেছিল ক্রীড়া বিশ্ব।

সিন্ধুর সহজ জয়

সিন্ধুর সহজ জয়

যদিও জি হায়ুন সাং-কে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি বিশ্বজয়ী পিভি সিন্ধু। ম্যাচর প্রথম গেম ২১-১৯ পয়েন্টে জেতেন হায়দরাবাদি। দ্বিতীয় গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সিন্ধু। ২১-১৫ পয়েন্টে ওই গেম জেতেন ভারতীয় শাটলার।

লক্ষ্য সেনের হার

লক্ষ্য সেনের হার

পিভি সিন্ধু জিতলেও স্ট্রেট সেটে হেরে অল ইংল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন প্রথমবার সিনিয়রদের আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামা ভারতীয় শাটলার লক্ষ্য সেন। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ২১-১৭, ২১-১৮ গেমে ম্যাচ হারেন ভারতীয় শাটলার।

সাইনা, শ্রীকান্ত, প্রণীতের হার

সাইনা, শ্রীকান্ত, প্রণীতের হার

অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে জাপানের আকানে ইয়ামাগুছির বিরুদ্ধে ১১-২১, ৮-২১ গেমে হেরে গিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার সাই প্রণীত অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে চিনের ঝাও জুন পেং-র কাছে ১২-২১, ১৩-২১ গেমে হেরে গিয়েছেন প্রণীত। চিনেরই চেন লং-র কাছে ২১-১৫, ২১-১৬ ফলে প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হার হজম করতে হয়েছে ভারতীয় শাটলার কিদাম্বী শ্রীকান্তকে।

English summary
PV Sindhu enters into the quarter final of All England Open, Lakshya Sen out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X