For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে চ্যাম্পিয়ন তৈরি করতে এসেছেন সিন্ধুর বিদেশি কোচ, এখন অলিম্পিকই লক্ষ্য বিশ্বজয়ী শাটলারের

ছোট বেলার কোট পুল্লেলা গোপীচাঁদের পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টনের নতুন কোচ দক্ষিণ কোরিয়ার কিম জি-হুনকেও ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বের আঙিনায় ভারতীয় ব্যাডমিন্টনকে আরও সাফল্যের মুখ দেখাতে তিনি বদ্ধপরিকর।

  • |
Google Oneindia Bengali News

প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে সোনাজয়ী পিভি সিন্ধু এই সাফল্য়ের জন্য পরিবারের সদস্য,
ছোট বেলার কোট পুল্লেলা গোপীচাঁদের পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টনের নতুন কোচ দক্ষিণ কোরিয়ার কিম জি-হুনকেও ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বের আঙিনায় ভারতীয় ব্যাডমিন্টনকে আরও সাফল্যের মুখ দেখাতে তিনি বদ্ধপরিকর। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু তাঁর পরবর্তী লক্ষ্য স্থির করলেন।

সিন্ধুর সাফল্য ও প্রতিক্রিয়া

সিন্ধুর সাফল্য ও প্রতিক্রিয়া

প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস রচনা করেছেন পিভি সিন্ধু। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়া মহল, গর্বিত দেশের মানুষ। সিন্ধুর কৃতিত্বে মুগ্ধ দেশের রথি মহারথিরা।

গোপীচাঁদের খুশি ও বেদনা

গোপীচাঁদের খুশি ও বেদনা

পিভি সিন্ধু ছোট থেকে ব্যাডমিন্টনের পাঠ দেওয়া পুল্লেলা গোপীচাঁদ প্রিয় ছাত্রীর সাফল্যে উচ্ছ্বসিত। একই সঙ্গে তাঁর উদ্বেগ, ভালো কোচের অভাবে ভুগছে ভারতীয় ব্যাডমিন্টন। আন্তর্জাতিক সার্কিটে
ভারতীয় শাটলারদের কাছ থেকে সেরাটা বের করতে দেশে আরো কোচ আমদানি করতে হবে বলে মনে করেন গোপীচাঁদ। আন্তর্জাতিক স্তরে তাবড় খেলোয়াড়দের ঘোল খাওয়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন বলেও মনে করেন পিভি সিন্ধুর ছোটবেলার কোচ।

কিমের অন্তর্ভূক্তি

কিমের অন্তর্ভূক্তি

বিশ্ব চ্যাম্পিয়নশিপের দুই মাস আগে ভারতীয় শাটলারদের (বিশেষ করে সিন্ধু ও সাইনা) কোচ করে আনা হয় দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ব্যাডমিন্টন তারকা কিম জি-হুনকে। ১৯৯৪ ও ১৯৯৮-র এশিয়ান গেমসে যথাক্রমে সোনা ও রূপো জেতা কিমের কোচিং স্টাইলের প্রশংসা সব মহলে।

 সিন্ধুর প্রশংসা

সিন্ধুর প্রশংসা

দক্ষিণ কোরিয়ান কোচের কৃতিত্ব ঠিক কতটা, তা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেই জানিয়েছেন পিভি সিন্ধু। বলেছেন, গত দুই মাস যাবৎ কিম জি হুনের কোচিং পেয়ে তাঁর খেলার উন্নতি হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কিমকে ধন্যবাদও জানিয়েছেন হায়দরাবাদি শাটলার।

কিমের কথায়

কিমের কথায়

পিভি সিন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত কিম জি-হুন জানিয়েছেন, ভারত থেকে আরও চ্যাম্পিয়ন বের করাই তাঁর প্রধান লক্ষ্য। এর জন্য তিনি ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহযোগিতা চান বলেও জানিয়েছেন পিভি সিন্ধুদের বিদেশি কোচ।

অলিম্পিক লক্ষ্য

অলিম্পিক লক্ষ্য

সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা পিভি সিন্ধু মনে কোনও তুষ্টি রাখতে রাজি নন। ২০২০ টোকিও অলিম্পিককে পাখির চোখ করে তিনি সামনে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন হায়দরাবাদি শাটলার।

English summary
PV Sindhu's Korean coach come India to produce champions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X