For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও-র পদকের পর চিনা সুপার সিরিজ জিতলেন পিভি সিন্ধু

চিনা সুপার সিরিজে দাপট দেখালেন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এদিন ফাইনালে চিনের সান ইয়ুকে ২১-১১, ১৭-২১ ও ২১-১১ ব্যবধানে হারিয়ে সুপার সিরিজ জিতলেন সিন্ধু।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বেজিং, ২০ নভেম্বর : রিও অলিম্পিকে দেশকে একমাত্র রুপোর পদক এনে দেওয়ার পরে এবার চিনা সুপার সিরিজে দাপট দেখালেন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এদিন ফাইনালে চিনের সান ইয়ুকে ২১-১১, ১৭-২১ ও ২১-১১ ব্যবধানে হারিয়ে সুপার সিরিজ জিতলেন সিন্ধু। [পিভি সিন্ধুর পদক তালিকা একনজরে]

ফাইনালে নামার আগে খাতায় কলমে ফেভারিট ছিলেন সান ইয়ু। কারণ ঘরের মাঠে খেলতে নেমেছিলেন তিনি। তবে সিন্ধু প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। রিও অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয় তাঁর। স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে রুপো নিয়েই ঘরে ফিরতে হয়েছিল সেবার। [পিভি সিন্ধুকে নিয়ে কিছু জরুরি তথ্য একনজরে]

রিও-র পদকের পর চিনা সুপার সিরিজ জিতলেন পিভি সিন্ধু

তবে এদিন কোনও ভুল করেননি সিন্ধু। প্রথম থেকেই ম্যাচে জাঁকিয়ে বসেন তিনি। প্রথম সেট অনায়াসে জিতে নেন ২১-১১ ব্যবধানে। এরপরে দ্বিতীয় সেটে সান ইয়ু ১৭-২১ ব্যবধানে জিতে নেন।

এরপরে তৃতীয় সেটে খেলতে নেমে প্রথম সেটের মতোই বিপক্ষ চিনা খেলোয়াড় সান ইয়ুকে কার্যত উড়িয়ে দেন পিভি সিন্ধু। প্রথম সেটের মতোই তৃতীয় সেটও তিনি ২১-১১ ব্যবধানে জিতে প্রথমবার চিনা সুপার সিরিজ জিতলেন।

রিও অলিম্পিকের পরে ডেনমার্ক ওপেন ও ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজে খেলতে নেমে তেমন সাফল্য পাননি সিন্ধু। দুটি টুর্নামেন্টেই দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে ব্যর্থ হন এই হায়দ্রাবাদী ব্যাডমিন্টন তারকা। এরপরই জানিয়েছিলেন চিনা সুপার সিরিজ খেতাব জিততে চান তিনি।

এর আগে ভারতীয় হিসাবে ২০১৪ সালে সাইনা নেহওয়াল এই চিনা সুপার সিরিজ ব্যাডমিন্টন খেতাব জেতেন। এবার সিন্ধু সেই টুর্নামেন্ট জিতে সাইনাকে ছুঁয়ে ফেললেন।

English summary
PV Sindhu wins China Open super series Badminton final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X