For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েটলিফ্টিংয়ে ফের সোনা জয় ভারতের, এবার ভারতের সম্মান বাড়ালেন বেঙ্কট রাহুল

এই নিয়ে ওয়েটলিফ্টিং বা ভারত্তোলনে চতুর্থ সোনা জয় করল ভারত। আর এবার ভারতের সম্মান বাড়ালেন রঙ্গলা বেঙ্কট রাহুল।

  • |
Google Oneindia Bengali News

এই নিয়ে ওয়েটলিফ্টিং বা ভারত্তোলনে চতুর্থ সোনা জয় করল ভারত। আর এবার ভারতের সম্মান বাড়ালেন রঙ্গলা বেঙ্কট রাহুল। ৮৫ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। যাঁরা রাহুলকে চেনেন, তাঁরা সকলেই আশায় বুক বেঁধেছিলেন। জানতেন রাহুল সোনা জিতবেনই। সেই প্রত্যাশাকে ব্যর্থ হতে দেননি তিনি।

ওয়েটলিফ্টিংয়ে ফের সোনা জয় ভারতের

রাহুলের আগে ভারতের হয়ে পদক জিতেছেন পি গুরুরাজ (৫৬ কেজি), মীরাবাই চানু (৪৮ কেজি), সতীশ কুমার (৭৭ কেজি), সঞ্জিতা চানু (৫৩ কেজি) ও দীপক লাথার (৬৯ কেজি)। এঁদের মধ্যে দুই চানু ও সতীশ সোনা পেয়েছেন।

এদিন মোট ৩৩৮ কেজি ওজন তুলে সোনা নিশ্চিত করেন রাহুল। প্রথমে ১৮৭ কেজি ও পরে দুবারের চেষ্টায় ১৫১ কেজি তোলেন রাহুল। স্ল্যাচ ইভেন্টে যুগ্ম সেরা হন। আর একজন যুগ্মভাবে ছিলেন তিনি সামোয়ার ডন ওপেলোজ।

ওয়েটলিফ্টিংয়ে ফের সোনা জয় ভারতের, এবার ভারতের সম্মান বাড়ালেন বেঙ্কট রাহুল

রাহুল ২০১৮ কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করেন ২০১৭ কমনওয়েলথ সিনিয়র ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে। সেটার আসরও বসেছিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে। জুনিয়র ও সিনিয়র দুটি বিভাগেই তিনি সোনা জেতেন।

অন্ধ্রপ্রদেশের গুণ্টুরের বাসিন্দা রাহুলের বয়স মাত্র ২০ বছর। তাঁর ভাই বরুণও গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে প্রতিযোগী হয়ে এসেছে।

২০১৪ সালে যুব অলিম্পিকে নানজিংয়ে ৭৭ কেজি বিভাগে রাহুল রুপো জেতেন। যুব অলিম্পিকে সেটাই ছিল ভারতের প্রথম পদক।

English summary
Ragala Venkat Rahul won gold medal in the men's 85 kg weight class at the 2018 Commonwealth Games 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X