For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহানের প্রথম সেঞ্চুরি, চাপের মুখে নিউজিল্যান্ড

Google Oneindia Bengali News

রাহানের প্রথম সেঞ্চুরি, চাপের মুখে নিউজিল্যান্ড
ওয়েলিংটন,১৫ ফেব্রুয়ারি : এবার হয়তো ভারতীয় ক্রিকেট দলের হারের ধারাবাহিকতায় ছেদ পড়তে চলেছে। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে জয়ের গন্ধ পেতে চলেছে ভারত। টেস্টের প্রথম দিনটা যদি হয়ে থাকে ইশান্ত আর সামির, দ্বিতীয় দিনটা অবশ্যই রাহানের। সাতে ব্যাট করতে নেমে রাহানের দুর্দান্ত সেঞ্চুরি অবশ্যই এই টেস্ট ম্যাচে ভারতের সঞ্জীবনী।

১৫ বছরে এই প্রথম কোনও ভারতীয় খেলোয়াড় বিদেশ সফরে সাতে ব্যাট করতে নেমে সেঞ্চুরু হাকালেন। রাহানে লাইমলাটট কেড়ে নিলেও শিখর ধবনে। সম্পর্কে আলাদা করে বলতে হয়। ৯৮ রানে এদিন থেমে যায় শিখরের ব্যাট৷ ৩৮ রানে ওয়্যাগনারের বলে ফেরেন বিরাট কোহলি। হাল ধরেন ক্যাপ্টেন ধোনি ও আজিঙ্ক রাহানে৷ সপ্তম উইকেটে ১২০ রান যোগ করেন এই নতুন জুটি৷ মিডল উইকেটে রানের খরা এবার কাটল বুঝি।

১৫৮ বলে ১১৮ করে আউট হন রাহানে৷ ৬৮ রানে আউট ধোনি৷ ততক্ষণে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ভারতীয় ইনিংস৷ শেষ পর্যন্ত ৪৩৮ রানে অল আউট ধোনি ব্রিগেড৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফালটনের উইকেট হারায় নিউজিল্যান্ড৷ দিনের শেষে নিউজিল্যান্ড তুলেছে ১ উইকেটে ২৪। ২২২ রানে পিছিয়ে রয়েছে কিউই। ওয়েলিংটন টেস্ট জিততে পারলে ফিরবে সিরিজে সমতা৷ শুধু তাই নয়, ২০১১-এর জুন মাসের পর এই প্রথম বিদেশের মাটিতে জয় আসবে ভারতের৷

English summary
Rahane century puts India in firm control
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X