For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও অলিম্পিক : বাস ভর্তি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রিও দে জেনেইরো, ১০ অগাস্ট : এর আগে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল রিও অলিম্পিকের মঞ্চে। এবার সরাসরি সাংবাদিক বোঝাই বাস লক্ষ্য করে হামলা চালানো হল। তবে ছোটখাটো আঘাত ছাড়া সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

আয়োজন কমিটির তরফে জানানো হয়েছে, কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এমনকী কী দিয়ে হামলা হয়েছে সেটাও এখনও অজানা। জানা গিয়েছে, বাসটি ১২ জন সাংবাদিককে নিয়ে দিওদোরো থেকে মূল অলিম্পিক পার্কের দিকে যাচ্ছিল। সেই সময়েই আক্রমণ হয়।

রিও অলিম্পিক : বাসভর্তি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা

কাঁচের জানালা দেওয়া বাসের দুটি জানালায় হঠাৎ করে কিছুতে এসে ধাক্কা মারে। জানালা দুটি টুকরো হয়ে যায়। এক ব্রিটিশ ফটোগ্রাফার জানিয়েছেন, হঠাৎ করে জানালার দুটো কাঁচে ভীষণ জোরে শব্দ হল, মনে হল গুলি চলেছে। কারণ জানালার কাঁচে দুটি ছিদ্র হয়ে গিয়েছিল।

এরপরই সাংবাদিকদের সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তবে গুলি চলেছে বলে স্পষ্ট করেনি আয়োজন কমিটির কর্মকর্তারা। পাথরের আঘাত বলে নয়া তত্ত্ব খাড়া করেছেন তাঁরা। তবুও এই ঘটনার পরে রিও অলিম্পিকের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে।

প্রসঙ্গত, রিও অলিম্পিকে হামলার হুমকি আগেই দিয়েছিল আইএস জঙ্গিরা। সেইমতো রিও-র নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রায় ৮৫ হাজার পুলিশ ও সেনা নেমেছে রিও দে জেনেইরো জুড়ে। কিন্তু তবুও এমন ঘটনা ঘটায় ফের একবার আশঙ্কা তৈরি হয়েছে।

English summary
Rio Olympic 2016 : Bus Carrying Journalists Attacked, No Serious Injuries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X