For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিষাদ ভুলে জমজমাট সমাপ্তি অনুষ্ঠানে যবনিকা পতন অলিম্পিক মহারণের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রিও দে জেনেইরো, ২২ অগাস্ট : দীর্ঘ ১৬ দিনের অলিম্পিক মহারণের যবনিকা পতন ঘটল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রিও অলিম্পিক ২০১৬ শান্তিপূর্ণভাবেই শেষ হল। বিষাদের রাতেও আলোর রোশনাই যেন আগামী অলিম্পিকের বার্তা এখন থেকেই দিয়ে গেল। [একটি কিডনি নিয়েও অলিম্পিকে পদক জিতলেন এই ব্যক্তি]

২০৬ টি দেশের ১১ হাজার ৩০৩ জন প্রতিযোগী ১৬ দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবারের অলিম্পিক আসরে। এদের মধ্যে কোনও প্রতিযোগী জিতেছেন কোনও প্রতিযোগী হেরেছেন। অনেকে প্রতিযোগীই তাদের দেশকে সাফল্য়ের শিখরে নিয়ে গিয়েছেন। দেশের সম্মানকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন। আবার অনেক প্রতিযোগীই এই সুযোগ থেকে বঞ্চিতই থেকে গেলেন। [প্রথম ভারতীয় মহিলা হিসাবে রুপো জিতলেন সিন্ধু...টুইটার প্রতিক্রিয়ায় আবেগ উচ্ছ্বাস মিলেমিশে একাকার]

বিষাদ ভুলে জমজমাট সমাপ্তি অনুষ্ঠানে যবনিকা পতন অলিম্পিক মহারণের

এবারের অলিম্পিকে পদক তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সংগ্রহে রয়েছে ৪৬ টি সোনা, ৩৭ টি রুপো, ৩৬ টি ব্রোঞ্জ নিয়ে মোট ১২১ টি পদক। ভারতের স্থান পদক তালিকায় ৬৪ নম্বরে। এবারের অলিম্পিকে ১ টি রুপো এবং ১ টি মাত্র ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। [৪০০ মিটারে জিতে সোনা জয়ের ট্রিপল হ্যাটট্রিক করলেন উসেইন বোল্ট]

এদিনের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করার সৌভাগ্য পান ব্রোঞ্জপদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক। সিন্ধু এবং সাক্ষীর হাত ধরে দুটো পদক ভারতের ভাগ্য়ে জুটলেও মোটের উপর এবারের অলিম্পিক ভারতীয়দের কাছে হতাশারই ছিল। তবে শেষের দিকে সেই হতাশা অনেকটাই পূরণ হয়েছ ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের অনবদ্য প্রদর্শনে।

<iframe width="660" height="371" src="https://www.youtube.com/embed/J6Y9OdbAieU" frameborder="0" allowfullscreen></iframe>

৩১ তম অলিম্পিক মহারণের সমাপ্তির সঙ্গে সঙ্গেই ২০২০ অলিম্পিকের প্রস্তুতি শুরু হয়ে গেল। ২০২০সালে ৩২ তম অলিম্পিকের আসর বসবে জাপানের টোকিও শহরে। এদিনের রিওর সমাপ্তি অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে সুপার মারিওর ছদ্মবেশে সবুজ পাইপে চড়ে স্টেডিয়ামে প্রবেশ করে চমকে দেন উপস্থিত দর্শকদের। এর সঙ্গেই আগামী অলিম্পিক যে কতখানি চমকপ্রদ হতে চলেছে তার একটা ঝলক এদিনের সমাপ্তি অনুষ্ঠানেই পাওয়া গেল। [পুল্লেলা গোপীচাঁদের হাত ধরে বিশ্ব ব্যাডমিন্টনের শিখরে ভারত]

English summary
Rio Olympics 2016 ended with a spectacular closing ceremony&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X