For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও ব্যাডমিন্টন ফাইনাল : পারবেন সিন্ধু সোনার পদক জিততে? অপেক্ষায় গোটা দেশ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে শুরু হবে অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টন ফাইনাল। সারা ভারত এদিন চোখ রাখবে চিভির পর্দায়। কারণ ফাইনালে ভারতের হয়ে নামবেন পিভি সিন্ধু। যার বিরুদ্ধে লড়াই হবে তিনি হলেন বিশ্বের একনম্বর ব্যাডমিন্টন তারকা স্পেনের ক্যারোলিনা মারিন। [পিভি সিন্ধুর ফাইনাল ম্যাচের বিস্তারিত তথ্য]

ক্রমতালিকায় সিন্ধু বিশ্বে দশ নম্বরে থাকলেও এদিন ফাইনালে খেলা হবে সমানে সমানে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই অন্তত রুপো জয় নিশ্চিত করে ফেলেছেন সিন্ধু। ফলে একেবারে খোলামনে সোনা জয়ের জন্য ঝাঁপাবেন তেলঙ্গানার এই বছর একুশের তরুণী। [পিভি সিন্ধুকে নিয়ে কিছু জরুরি তথ্য একনজরে]

রিও ব্যাডমিন্টন ফাইনাল : পারবেন সিন্ধু সোনার পদক জিততে?

আর সিন্ধু যে ফর্মে এবারের অলিম্পিকে খেলছেন তাতে তাঁকে হারাতে বিশ্বের একনম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়কেও যথেষ্ট বেগ পেতে হবে বলে মত ওয়াকিবহাল মহলের। সিন্ধু যেভাবে কোয়ার্টার ফাইনালে বিশ্বের ২ নম্বর ব্য়াডমিন্টন তারকা চিনের ওয়াঙ্গ ইহানকে হারিয়েছেন। এবং পরে সেমিফাইনালে বিশ্ব ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে থাকা জাপানের নোজোমি ওকুহারাকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তাতে আরও বেশি করে আশায় বুক বেঁধেছে ভারত। [পিভি সিন্ধুর পদক তালিকা একনজরে]

পিভি সিন্ধু এতদিন ভারতের জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের ছায়ায় ছিলেন। ব্য়াডমিন্টন বলতে এতদিন লোকে সাধারণভাবে সাইনাকেই চিনত। ২০১২ লন্ডন অলিম্পিকে সিন্ধু গিয়েছিলেন। তবে সেবার বয়স ছিল মাত্র ১৭। তারপর থেকে পুল্লেলা গোপীচাঁদের কোচিংয়ে অসাধারণ উন্নতি করেছেন তিনি। আর এখন গোটা দেশ তাঁকে নিয়ে ধন্য ধন্য করছে।

একইসঙ্গে সকলে ধন্য ধন্য করছে সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদেরও। গতবারের অলিম্পিকে তিনি কোচ ছিলেন সাইনা নেহওয়ালের। সেবার সাইনা ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। আর এবার সিন্ধুকে নিয়ে একেবারে ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। এখন দেখার ফাইনাল ম্যাচে নার্ভ ঠান্ডা রেখে দেশকে মহিলা হিসাবে প্রথম সোনার পদক এনে দিতে পারেন কিনা পিভি সিন্ধু।

English summary
Rio Olympics 2016 : All eyes on PV Sindhu on Bandminton final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X