For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও অলিম্পিক : কঠিন লড়াই করে রুপোর পদক পেয়ে ইতিহাসে নাম লেখালেন পিভি সিন্ধু

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পারবেন দেশের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসাবে সোনার পদক জিততে ভারতের পিভি সিন্ধু? এদিন ফাইনালে তিনি মুখোমুখি হওয়ার আগে এই প্রশ্নই ঘুরছিল আপামর দেশবাসীর মনে। স্পেনের ব্যাডমিন্টন তারকা তথা বিশ্বের একনম্বর খেলোয়াড় ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে খেলা থাকলেও সিন্ধু কঠিন লড়াই দেবেন সেটা সকলেরই জানা ছিল। [সিন্ধুর প্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা মারিন সম্পর্কে এই অজানা তথ্যগুলি অবশ্যই জেনে নিন]

আর হলও তাই। বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে কঠিন লড়াই করলেন হায়দ্রাবাদের ২১ বছর বয়সী ব্যাডমিন্টন খেলোয়াড় সিন্ধু। কঠিন লড়াই করে ২১-১৯ ব্যবধানে প্রথম সেট তিনি জিতেও নেন। সিন্ধু জিতে সোনার পদক আনতে পারেন কিনা তা জানতে ততক্ষণে টিভির সামনে অপেক্ষায় সারা ভারত। [পিভি সিন্ধুকে নিয়ে ফটো গ্যালারি়]

রিও অলিম্পিক : কঠিন লড়াই করে রুপোর পদক পেয়ে ইতিহাসে সিন্ধু

তবে দ্বিতীয় সেটে কঠিনভাবে ফিরে এলেন স্পেনের ক্যারোলিনা মারিন। সিন্ধুকে কার্যত উড়িয়ে দিয়ে দ্বিতীয় সেট জিতে ২১-১২ ব্যবধানে জিতে ম্যাচ ড্র করলেন তিনি। এরপরে তৃতীয় সেটের শুরু থেকেই মারিন আক্রমণাত্মকই ছিলেন। তবে লড়াই ছাড়েননি সিন্ধুও। বারবার লড়াই করে ফিরে এসেছেন ম্যাচে। [পিভি সিন্ধুকে নিয়ে কিছু জরুরি তথ্য একনজরে]

তৃতীয় সেটে একসময়ে ৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন সিন্ধু। সেখান থেকে লড়াই করে ১০-১০ পয়েন্টে ড্র করেন তিনি। তবে তারপরে ফের একবার সংহার মূর্তি ধরেন মারিন। পরপর পয়েন্ট জিতে শেষপর্যন্ত তিনি ম্যাচ জিতে নেন ২১-১৫ ব্যবধানে। [অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে কারা ভারতের হয়ে পদক জিতেছেন? দেখে নিন তালিকা]

তবে এই লড়াইয়ে কৃতিত্ব দিতেই হবে পিভি সিন্ধুকে। যেভাবে তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে চাপে ফেললেন তা কুর্ণিশ করার মতো। আর এই ম্যাচে হেরেও ইতিহাসে নাম লেখালেন সিন্ধু। প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে অলিম্পিকের মঞ্চে রুপোর পদক পেলেন তিনি। এর আগে ব্যক্তিগত বিভাগে অনেকেই ব্রোঞ্জ পেয়েছেন। তিনিই প্রথম রুপো পেলেন। এছাড়া একমাত্র সোনা জয়ের কৃতিত্ব রয়েছে শুটার অভিনব বিন্দ্রার।

নিচে দেখে নিন সিন্ধু বনাম মারিন ম্যাচের লাইভ আপডেট একনজরে

৮টা ৫৯ মিনিট : ২১-১৫ ব্যবধানে সেট জিতে ম্যাচ জিতলেন স্পেনের ক্যারোলিনা মারিন।

৮টা ৫৮ মিনিট : ২১-১৫ ব্যবধানে রয়েছেন মারিন। ১ পয়েন্ট পেলেন সিন্ধু।

টা ৫৭ মিনিট : পরপর পয়েন্ট পেয়ে এগিয়ে চলেছেন মারিন। সোনা জয় থেকে মাত্র ১ পয়েন্ট দূরে তিনি। ব্যবধান ২০-১৪।

৮টা ৫৬ মিনিট : ফের এগোলেন মারিন। আর মাত্র ৩ পয়েন্ট দূরে সোনা থেকে। ব্যবধান ১৮-১৪।

৮টা ৫৫ মিনিট : ব্যবধান কমিয়ে ২ পয়েন্টে আনলেন সিন্ধু। ব্যবধান এখন ১৬-১৪।

৮টা ৫৩ মিনিট : সোনা জেতার দিকে এগিয়ে চলেছেন মারিন। তবে ফের ব্রেক পয়েন্ট পেলেন সিন্ধু। ব্যবধান কমে হল ১৬-১৩।

৮টা ৫২ মিনিট : নেটে মারলেন মারিন। পয়েন্ট পেলেন সিন্ধু। তবে বাইরে মেরে এক পয়েন্ট দিয়েও দিলেন। ব্যবধান হল ১৬-১২।

৮টা ৫০ মিনিট : পয়েন্টে ১ কদম এগোলেন সিন্ধু। তবে ফের এগিয়ে ব্যবধান ১৫-১১ রাখলেন মারিন।

৮টা ৪৯ মিনিট : ১৪-১০ এ ফের এগোলেন মারিন। ভুল জাজমেন্টে পয়েন্ট দিলেন সিন্ধু।

৮টা ৪৮ মিনিট : ১৩-১০ এ এগিয়ে মারিন। ৩ পয়েন্টের ব্যবধান সিন্ধু কীভাবে ঘোঁচান সেটাই এখন দেখার।

৮টা ৪৭ মিনিট : পিভি সিন্ধুকে জিততে হলে এখান থেকে ব্যবধান বাড়াতে হবে। তবে ফের এগোলেন মারিন। করলেন ১২-১০।

৮টা ৪৫ মিনিট : ১ পয়েন্টে ফের এগিয়ে মারিন করলেন ১১-১০।

৮টা ৪৩ মিনিট : এবার এগোতে হবে সিন্ধুকে। এই সময়টাই ম্যাচের টার্নিং পয়েন্ট।

৮টা ৪২ মিনিট : সমতা ফেরালেন সিন্ধু। ফলাফল ১০-১০।

৮টা ৪২ মিনিট : আবার এগোলেন সিন্ধু। ব্যবধান ফের কমে হল ১০-৯। ১ পয়েন্টে পিছিয়ে সিন্ধু।

৮টা ৪০ মিনিট : আর মাত্র ১ পয়েন্টে পিছিয়ে সিন্ধু। ব্যবধান কমে হল ৯-৮।

৮টা ৩৯ মিনিট : ফের ব্যবধান কমালেন সিন্ধু। আপাতত ম্যাচ দাঁড়িয়ে ৯-৭ এ।

৮টা ৩৮ মিনিট : বারবার পয়েন্ট হাতছাড়া হচ্ছেন সিন্ধুর। কোর্টের চারিদিকে খেলে সিন্ধুকে ক্লান্ত করে দিচ্ছেন মারিন। ব্যবধান বেড়ে হল ৯-৫।

৮টা ৩৭ মিনিট : পারবেন তৃতীয় সেটে লড়াই ফিরিয়ে দিতে সিন্ধু? মারিন কিন্তু বারবার এগিয়ে যাচ্ছেন। তবে এবার ফের পয়েন্ট পেলেন সিন্ধু। ব্যবধান কমে হল ৭-৪।

৮টা ৩৬ মিনিট : পের পয়েন্ট পেলেন সিন্ধু। ব্যবধান ফের কমে হল ৬-৩।

৮টা ৩৪ মিনিট : কাঙ্খিত পয়েন্ট পেলেন সিন্ধু। ব্যবধান কমে হল ৬-২।

৮টা ৩৪ মিনিট : ফের এগোলেন মারিন। নেটে মারলেন সিন্ধু। মারিন এগিয়ে ৬-১ ব্যবধানে।

৮টা ৩৩ মিনিট : ক্রমশ নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন মারিন। ফলাফল তাঁপ পক্ষ্যে ৫-১।

৮টা ৩২ মিনিট : প্রথম থেকেই ব্যবধান বাড়িয়ে চলেছেন মারিন। ফলাফল তাঁর পক্ষ্যে ৪-১।

৮টা ৩১ মিনিট : তৃতীয় সেটেও সেই আক্রমণাত্মক মেজাজে মারিন। তবে পয়েন্ট পেলেন সিন্ধুও। ফলাফল ২-১ মারিনের পক্ষ্যে।

৮টা ২৮ মিনিট : শুরু তৃতীয় সেটের খেলা। এটি যে জিতবে ফাইনাল ম্যাচও জিতবেন তিনিই। ১-০ এগিয়ে মারিন।

৮ টা ২৬ মিনিট : দ্বিতীয় সেট ২১-১২তে জিতে গেম ১-১ করে ফেললেন মারিন। এবার তৃতীয় সেট খেলা হবে।

৮টা ২৫ মিনিট : সাপ লুডোর মতো এগোনো পিছনো চলছে। আপাতত খেলার ফলাফল ২০-১২।

৮টা ২৪ মিনিট : ফের এগোলেন মারিন। ব্যবধান বাড়িয়ে করলেন ১৯-১১।

৮ টা ২৪ মিনিট : ব্যবধান কিছুটা কমালেন সিন্ধু। ফলাফল ১৮-১১।

৮টা ২২ মিনিট : মারিন ফের এগোলেন। ব্যবধান ১৮-৯। ৯ পয়েন্টে পিছিয়ে সিন্ধু।

৮টা ২১ মিনিট : ফের পয়েন্ট পেলেন মারিন। ব্যবধান কমালেন সিন্ধুও। ফলাফল ১৬-৯।

৮টা ২০ মিনিট : ব্যবধান ক্রমেই বাড়িয়ে দ্বিতীয় সেট জেতার পথে মারিন। সিন্ধু পিছিয়ে ১৫-৮ ব্যবধানে।

৮টা ১৯ মিনিট : পয়েন্ট পেলেন সিন্ধু। ব্যবধান কমে দাঁড়াল ১৪-৭।

৮টা ১৮ মিনিট : দ্বিতীয় সেটে ভয়ঙ্কর হয়ে উঠেছেন মারিন। তবে লড়াই চালাচ্ছেন সিন্ধুও। আপাতত সিন্ধু পিছিয়ে ১৪-৬ ব্যবধানে।

৮টা ১৬ মিনিট : আর একটি পয়েন্ট পেলেন সিন্ধু। ব্যবধান ১৩-৫। তবে এখান থেকে জিততে গেলে অসাধারণ খেলতে হবে সিন্ধুকে।

৮টা ১৩ মিনিট: ২ পয়েন্ট পেলেন সিন্ধু। ব্যবধান কমে দাঁড়াল ১১-৪।

৮টা ১২ মিনিট : ১১-২ ব্যবধানে এগিয়ে মারিন। দ্বিতীয় সেটে একেবারে বিধ্বংসী মেজাজে মারিন।

৮টা ১১ মিনিট : দ্বিতীয় সেটে পরপর পয়েন্ট পাচ্ছেন মারিন। সিন্ধু অনেকটাই পিছিয়ে। ব্যবধান ৯-২।

৮টা ১০ মিনিট : পরপর পয়েন্ট পেয়ে ইতিমধ্যেই ৭-২ ব্যবধানে এগিয়ে রয়েছেন মারিন।

৮টা ০৮ মিনিট : দ্বিতীয় সেটের প্রথম পয়েন্ট পেলেন সিন্ধু। তবে মারিন এগিয়ে ৫-১ ব্যবধানে।

৮টা ০৭ মিনিট : দ্বিতীয় সেটে ভয়ঙ্কর হয়ে উঠছেন ক্যারোলিনা মারিন। ৪-০ এগিয়ে তিনি। এখনও কোনও পয়েন্ট পাননি সিন্ধু।

৮টা ০৬ মিনিট : দ্বিতীয় সেটে ২-০ ব্যবধানে এগিয়ে মারিন।

৮টা ০৩ মিনিট : অসাধারণ লড়াই করে প্রথম সেট জিতে নিলেন পিভি সিন্ধু। ব্যবধান ২১-১৯।

৮ টা ০২ মিনিট : পয়েন্ট সমান করে এগোলেন সিন্ধু। ফলাফল ২০-১৯ সিন্ধুর পক্ষ্যে।

রাত ৮টা ০১ মিনিট : ফের ম্যাচে ফিরলেন সিন্ধু। ম্য়াচের ফলাফল কমে দাঁড়াল ১৯-১৮তে।

৮টা : ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন ক্যারোলিনা মারিন। আপাতত ফলাফল ১৯-১৬ মারিনের পক্ষ্যে।

৭টা ৫৮ মিনিট : ২ পয়েন্টে এগিয়ে মারিন। কড়া লড়াই সিন্ধুর।

৭টা ৫৬ মিনিট : গোটা গ্যালারি যেন ভেঙে পড়েছে সিন্ধুর সমর্থনে। আওয়াজ উঠছে 'জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা।' এগোলেন সিন্ধু। ফলাফল ১৭-১৬।

৭টা ৫৪ মিনিট : কড়া লড়াই চালাচ্ছেন সিন্ধু। বারবার চ্যালেঞ্জ করছেন মারিনকে। আপাতত ব্যবধান মাত্র ১ পয়েন্টের। মারিন ১৬- সিন্ধু ১৫।

৭টা ৫২ মিনিট : ফের নেটে মারলেন মারিন। এগোলেন সিন্ধু। ফলাফল ১৫-১২।

৭টা ৫২ মিনিট : লড়াই চালিয়ে যাচ্ছেন সিন্ধু। ফলাফল আপাতত ১৫-১১ মারিনের পক্ষ্যে।

৭টা ৫০ মিনিট : ১৩-৯ ব্যবধানে এগিয়ে রয়েছেন মারিন। তবে কঠিন লড়াই চালাচ্ছেন সিন্ধু। আপাতত ফলাফল মারিনের পক্ষ্যে ১৩-১০।

৭টা ৪৯ মিনিট : লড়াইয়ে ফিরলেন সিন্ধু। ফলাফল ১২-৯।

৭টা ৪৭ মিনিট : ফের একটি পয়েন্টে এগিয়ে গেলেন মারিন। ফলাফল ১২-৭।

৭টা ৪৪ মিনিট : ১১-৬ এগিয়ে মারিন। তবে লড়াই ছাড়ছেন না পিভি সিন্ধু।

৭টা ৩৮ মিনিট : ফের পয়েন্ট মারিনের। ২-১এ এগিয়ে সিন্ধু। এবার ফের পয়েন্ট নিয়ে ২-২ করলেন মারিন।

৭টা ৩৬ মিনিট : প্রথমে এগিয়ে গেলেন মারিন। পরের পয়েন্টে ১-১ করলেন মারিন।

৭ টা ৩৫ মিনিট : শুরু হল পিভি সিন্ধু বনাম ক্যারোলিনা মারিনের ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ।

English summary
Rio Olympics : Badminton final between PV Sindhu and Carolina marin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X